আজ সকালে ইনস্টাগ্রামে ছবির প্রথম লুক প্রকাশ করেছেন আবির চট্টোপাধ্যায়। ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "এবার পুজো তে... সোনা দা-আবির-ঝিনুকের নতুন অ্যাডভেঞ্চার, #KarnasubarnerGuptodhon আসছে ৩০শে সেপ্টেম্বর।"
আরও পড়ুন: দুর্গাপুজোর পাঁচকাহন! মুক্তি পেতে চলেছে একগুচ্ছ সিনেমা...
'গুপ্তধনের সন্ধানে', 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর পর তৃতীয় সিনেমা 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। এইবার একেবারেই পাকাপাকি জায়গা করে নিয়েছে সোনাদা, বাংলা সিনেমা খুঁজে পেল এক নতুন গোয়েন্দাকে। আবির চট্টোপাধ্যায় সোনাদা হিসেবে আলাদা এক পরিচিতি তৈরি করেছেন। অন্যদিকে অর্জুন চক্রবর্তী ও ইশা সাহার রসায়নও অনবদ্য। ফলে পুজোয় বাংলার ছবির দর্শকদের জন্য সুখবরই বটে।
আরও পড়ুন: শেষ হতে চলেছে ‘আয় তবে সহচরী’! কনীনিকার শারীরিক অবস্থা না, কারণ অন্য...
ছবির খবর পাওয়া গিয়েছিল বুধবার রাতেই। আজ সকালে, বৃহস্পতিবার এল ছবির প্রথম লুক। ৩০ সেপ্টেম্বরই শুভমুক্তি। স্কুল-কলেজের পুজোর ছুটি পড়লেই সিনেমার টিকিট কাটার পালা। এইবার দুর্গাপুজো একেবারেই জমজমাট।