দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রদীপ। কিডনির সমস্যায় ভুগছিলেন। ডায়ালিসিসও চলছিল। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য নিয়েও সমস্যা হচ্ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ সব লড়াই শেষ। প্রদীপ সরকারের আত্মীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেল ৪টেয় সান্তাক্রুজে তাঁর দেহ দাহ করা হবে।
advertisement
২০০৫ সালে সইফ আলি খান, বিদ্যা বালন এবং সঞ্জয় দত্ত অভিনীত 'পরিণীতা' সিনেমার মাধ্যমে তাঁর পরিচালনায় আসা। তার আগে অবশ্য চুটিয়ে বিজ্ঞাপন ইন্ড্রাস্ট্রিতে কাজ করেছেন।
পরিণীতার সাফল্যের পরে ২০০৭ সালে তাঁর পরিচালনায় রানি মুখোপাধ্য়ায়, জয়া বচ্চন ও কঙ্গনা সেনশর্মা অভিনীত 'লগা চুনরি মে দাগ'-এর মতো সিনেমাও দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। এর পর 'লাফাংগে পরিন্দে' (২০১০) থেকে হালের রানি মুখোপাধ্যায়ের কামব্যাক ছবি 'মর্দানি' (২০১৪)। তাঁর সিনেমায় বার বার ফিরে এসেছে বাঙালি মুখ। পরিচালকের মৃত্যুতে শোকস্তব্দ বলিউড।