ফেসবুকে তিশা লেখেন, ‘শেষ রাতটা কখনও ভুলব না। পথ দুর্ঘটনার কবলে পড়েছিলাম এবং একটি ড্রাম ট্রাক আমার গাড়িটিকে প্রায় গুড়িয়ে দিয়েছে। গাড়িটি আমার খুবই কাছের কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে সেটি কিনেছিলাম। তাই এই ক্ষতিটা মেনে নেওয়া আমার পক্ষে সহজ নয়।’ একই সঙ্গে তিশা জানান, তিনি ভাল আছেন। অনুরাগীদের আশ্বস্ত করে লেখেন, ‘একটু চোট লেগেছে। কিন্তু ঠিক আছি।’ তিশার এই পোস্ট দেখে কিছুটা নিশ্চিন্ত তাঁর অনুরাগীরা।
advertisement
আরও পড়ুন: প্রথম দেখাতেই শাহরুখের জামার বোতাম খুলতে বলেন করণ! তার পরেই একটা ফোন… কী ঘটে
আরও পড়ুন: ৮ মাসের অন্তঃসত্ত্বা! বেবি বাম্প আঁকড়েই ঘাম ঝরাচ্ছেন শুভশ্রী, জিম মিস করছেন না
গত অগাস্টে প্রবল অসুস্থ হয়ে পড়েছিলেন তিশা। এমনকি হাসপাতালেও ভর্তি করানো হয় তাঁকে। সেই অভিজ্ঞতাকে ‘মৃত্যু যন্ত্রণা’র সঙ্গে তুলনা করেছিলেন অভিনেত্রী। তবে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ফের একের পর এক কাজ করতে থাকেন তিনি।
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ তিশা। অগুনতি নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এপারেও তাঁর অনুরাগীর সংখ্যা কিছু কম নয়।