হঠাৎই নায়িকার মেকআপ রুমে ভয়ানক বিস্ফোরণ হয়। মেকআপ রুম ছিল দোতলায়। এক তলায় ছিলেন স্বামী। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে উপরে গিয়ে তিনি দেখেন, স্ত্রীর হাত, পা, মুখ পুড়ে ঝলসে যাচ্ছে। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। অগ্নিদগ্ধ নায়িকার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তাঁর।
advertisement
হাসপাতালের এক আধিকারিক ঘটনার তিন দিন বাদে জানিয়েছিলেন, অভিনেত্রীর অবস্থার পরিবর্তন হয়নি। এখন জানা যাচ্ছে, ঘটনার ৯ দিন বাদেও একই রকম রয়েছেন আঁখি। তাঁর শ্বাসনালি পুড়ে গিয়েছে, তাই বারবার শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর আসছে ঘনঘন। ঘুমের ওষুধ খাইয়ে রাখা হচ্ছে তাঁকে। যদিও এখন আর তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে না।
আরও পড়ুন: ভয়ঙ্কর বিস্ফোরণ মেকআপ রুমে! অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি বাংলাদেশের শারমিন
আরও পড়ুন: ঘরে ঢুকে জোরজবরদস্তি করে! আমার উপর নজরদারি চালাচ্ছে, কঙ্গনার তির কি রণবীরের দিকে
আঁখির স্বামী সকলকে তাঁর জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন। তাঁর কথায়, ‘‘ঝুঁকি এখনো রয়েছে। পরিস্থিতি ভালো না হলে আঁখিকে আরও দুই-চার দিন আইসিইউতে থাকতে হবে। কারণ, এ ধরনের পোড়া রোগীদের নিয়ে ঝুঁকি সব সময়ই থাকে।’’