পরপর তিনটি সিজন আসছে 'শিবগামী'র। তেলেগু পরিচালক দেবা কাট্টা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘অনবদ্য গল্প বলার জন্য বাহুবলী সিরিজ দর্শকমহলে ব্যাপক প্রভাববিস্তারকারী। এই সিরিজের প্রিক্যুয়াল বাহুবলীর ফ্যানদের জন্য বিরাট প্রাপ্তি। এই প্রজেক্টের অংশ হিসেবে রাজামৌলীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’’
পরিচালক দেবা কাট্টা নিজে এই মুহূর্তে ব্যস্ত তাঁর সুপারহিট তেলেগু ছবি 'প্রস্থানম'-এর হিন্দি রিমেক নিয়ে। এই ছবি দিয়েই বলিউডে অভিষেক করছেন তিনি। 'প্রস্থানম'-এ অভিনয় করছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ ও মণীষা কৈরালা। জুনেই লখনউতে শুরু হয়েছে ছবির শুটিং।
advertisement
এর আগে 'বাহুবলী : দ্য কনক্লুশন'-এর প্রচারের সময়েই নির্মাতারা ঐতিহাসিক উপন্যাস 'দ্য রাইজ অব শিবগামী' প্রকাশ করেন। সে উপন্যাসের রচয়িতা আনন্দ নীলকান্ত। 'বাহুবলী : দ্য বিগিনিং' মুক্তির আগেই প্রকাশ্যে এসেছিল এই বই। সে বইয়ের সংস্করণ হয়েছিল ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস