মুম্বই সংবাদমাধ্যমের খবর, বইয়ের প্রথম পরিচ্ছেদে তাহিরা কাশ্যপ লিখেছেন, আয়ুষ্মান নাকি তাঁর বুকের দুধ খেতেন! তাহিরার কথায়, '' আমি সদ্যোজাত কন্যার জন্য বুকের দুধ পাম্প করে রেখেছিলাম। হঠাৎ দেখি, বোতলটা ফাঁকা! আমি তো অবাক! দুধ গেল কোথায়? দেখি কীনা, আয়ুষ্মান বেডরুমে শুয়ে প্রোটিন শেক খাচ্ছে! আমি ওকে বললাম, পাম্প করা দুধ পাচ্ছি না! ও আমার কথা শুনে শুধু মুখ টা মুছে বলল, 'দুধটা একদম সঠিক তাপমাত্রায় ছিল, প্রোটিন শেক-এর সঙ্গে দারুণ মিশেছিল!' আসল ঘটনাটা বুঝতে আমার আর দেরী হল না! আমার রিঅ্যাকশন ছিল 'ইয়াক'! ''
advertisement
বইতে তাহিরা জানিয়েছেন, সন্তানের জন্মের পরে এক ব্যর্থ মধুচন্দ্রিমা সেরে আসার পথে নাকি ‘মাইল হাই ক্লাব’-এও নাম লিখিয়েছেন দু’জনে! উড়ানের মাঝে বিমানেই যাঁরা যৌনমিলনে মাতেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2022 3:39 PM IST