TRENDING:

Tollywood: অনুরাগের ছোঁয়ায় বিরাট টুইস্ট! শুধু মিশকা নয়, সূর্য-দীপার জীবন তছনছ করতে এন্ট্রি নিচ্ছে জনপ্রিয় 'এই' অভিনেত্রী

Last Updated:

অনুরাগের ছোঁয়ায় এন্ট্রি নিচ্ছে নতুন চরিত্র। মিশকার আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন আয়েশা ভট্টাচার্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সন্ধে হলেই বাংলার ঘরে ঘরে চলে এই ধারাবাহিক।  টিআরপিতে প্রতি সপ্তাহেই বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। এক চুল জায়গাও কাউকে ছাড়েনি এই ধারাবাহিক। একের পর এক টুইস্ট সামনে এসেছে। সূর্য-দীপার জীবন ছারখার করে দিচ্ছে মিশকা। তবে এবার মিশকা একা নয়। তার দোসর হতে চলেছেন আরও একদন। অনুরাগের ছোঁয়ায় এন্ট্রি নিচ্ছে নতুন চরিত্র। মিশকার আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন আয়েশা ভট্টাচার্য।
এক মিশকাই যথেষ্ট নয়, আসছে আর এক খলনায়িকা
এক মিশকাই যথেষ্ট নয়, আসছে আর এক খলনায়িকা
advertisement

এই ধারাবাহিক আয়েশার জীবনেও এক বড় টার্নিং পয়েন্ট। কাজ না পেয়ে বিমর্ষ হয়ে পড়েন তিনি। প্রায় সাত মাস বাড়িতে ছিলেন। নিজেই জানিয়েছিলেন সে কথা। তবে এবার সুদিন ফিরছে তাঁরও।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ধারাবাহিকের গল্প অনুযায়ী বহু দিন আলাদা ছিল সূর্য-দীপা। এরপরে সেই ভুল বোঝাবুঝি মেটে। আবার মিশকার ষড়যন্ত্রের শিকার সূর্য। কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাঁকে। এখন মিশকাকে সাহায্য করবেন তাঁর উকিল। দর্শকেরা যে যারপরনাই আগ্রহী তা আর বলার অপেক্ষা রাখে না।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: অনুরাগের ছোঁয়ায় বিরাট টুইস্ট! শুধু মিশকা নয়, সূর্য-দীপার জীবন তছনছ করতে এন্ট্রি নিচ্ছে জনপ্রিয় 'এই' অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল