অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার সকালেই গুয়াহাটি মেডিক্যাল কলেজে গুয়াহাটি এইমস-এর চিকিৎসকদের নজরদারিতে জুবিন গর্গের মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে৷ শেষকৃত্যের আগে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ময়নাতদন্ত করা হবে৷
গত শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে সমুদ্রে সাঁতার কাটার সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় ৫২ বছর বয়সি শিল্পীর৷ যদিও প্রাথমিক খবরে দাবি করা হয়েছিল, স্কুবা ডাইভিং-এর সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় জুবিন গর্গের৷ জুবিনের আচমকা মৃত্যুতে অসম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ ইতিমধ্যে অসমে এসে পৌঁছেছে জুবিন গর্গের দেহ৷
advertisement
সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে সাঁতার কাটার সময় জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিন গর্গের৷ অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিঙ্গাপুর হাইকমিশনের পক্ষ থেকে এই নথি দেওয়া হয়েছে৷ যদিও তা ময়নাতদন্তের রিপোর্ট নয়৷ সিঙ্গাপুরের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সেই নথি পাওয়ার চেষ্টাও চলছে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা৷
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘যে নথি আমরা পেয়েছি তা ময়নাতদন্তের রিপোর্ট নয়৷ ময়নাতদন্তের রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট এক নয়৷ আমরা সব নথি সিআইডি-র কাছে পাঠাব৷ আমাদের মুখ্যসচিব সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে দ্রুত সেই ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছেন৷’
এর পাশাপাশি, প্রয়াত শিল্পীর শেষকৃত্যের প্রস্তুতিও চলছে৷ অসমের কামারকুচি এনসি গ্রামে মঙ্গলবার সকাল আটটা নাগাদ জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হবে৷ যেখানে জুবিন গর্গের শেষকৃত্য হবে, সেখানেই দশ বিঘা জমিতে প্রয়াত শিল্পীর স্মরণে স্মৃতিসৌধ তৈরি করবে অসম সরকার৷