গত মাসেও গোপন ঠিকানায় ছুটি কাটাতে পাড়ি দিয়েছিলেন জুটিতে৷ একটি ছবি শেয়ার করেছিলেন আশিস৷ সেখানে দেখা গিয়েছিল স্ত্রীর পাশে গাড়িতে বসে রয়েছেন তিনি৷ ক্যাপশনে বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন আশিস৷
জামাইষষ্ঠীতে সদ্য বিবাহিত আশিস বিদ্যার্থীর ছবি নেটিজেনদের চমকে দেয়৷ তার পর তিনি ইনস্টাগ্রামে জানান তাঁর জীবনের ওঠাপড়া নিয়ে৷ রূপালির সঙ্গে আলাপের কথা বলেন৷ তাঁর কথায়, এক বছর আগে তাঁদের আলাপ হয়৷ তার পর গল্প আড্ডা শুরু হয়৷ একে অন্যের প্রতি আকর্ষণ বোধ করেন৷ তার পরই বিয়ে করে স্বামী স্ত্রী হিসেবে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন৷ রূপালির বয়স ৫০ বছর৷ তিনি ৫৭ বছরের, ৬০ বছর বয়সি নন৷ কিন্তু বয়স তাঁর মতে বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না৷ আমরা সকলেই ভাল থাকতে পারি৷ তাই তোমাদের জানাতে চাই, জীবনে শ্রদ্ধা সম্মানের সঙ্গে এগিয়ে চলো৷
advertisement
ট্রোলিংয়ে বিদ্ধ আশিসের প্রশ্ন, ‘‘এত বাধা বিপত্তির দেওয়াল আসছে কোথা থেকে? একজন আইনের পথে চলা মানুষ, যিনি আইনি কাজ করছেন, কর দিচ্ছেন, পরিশ্রম করছেন, তাঁর ব্যক্তিগত ইচ্ছে দ্বিতীয় বিয়ে করার৷ আইনি পথে গিয়ে বিয়ে করছেন একজনকে যাঁরও পরিবার নিয়ে বাঁচার ইচ্ছে আছে৷ এই পরিস্থিতিতে একে অন্যের ক্ষত খুঁচিয়ে ঘা তৈরি না করে আমাদের উচিত একে অন্যের পাশে দাঁড়ানো৷ এই আচরণ আমি আশা করিনি৷ আমি চরম আহত, কারণ সারা জীবন আমি মূল্যবোধ নিয়ে ভেবেছি৷
হিন্দি ছাড়াও আশিস কাজ করেছেন তেলুগু, তামিল, কন্নড়, মালয়লম, ইংরেজি, বাংলা, ওড়িয়া ও মারাঠি ছবিতে৷ মূলত খলনায়ক চরিত্রে তাঁকে দেখতেই অভ্যস্ত দর্শক৷ তাঁর ফিল্মোগ্রাফিতে উজ্জ্বল ১৯৪২ : এ লভ স্টোরি, বাজি. জিত, মৃত্যুদাতা, অর্জুন পণ্ডিত, মেজর সাব, সোলজার, রিফিউজি, জোরু কা গুলাম, হাসিনা মান যায়েগী, জোড়ি নাম্বার ওয়ান-সহ নানা বক্সঅফিস সফল ছবি৷ গোবিন্দ নিহালনী পরিচালিত ‘দ্রোহকাল’ ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারে সম্মানিত হন আশিস৷