TRENDING:

"চুমুকে চমক" ! দুর্দান্ত স্বাদের রসগোল্লা চা মন কাড়ল আশিস বিদ্যার্থীর, নেটিজেনরা কি একমত

Last Updated:

অভিনেতা আশীষ বিদ্যার্থীর নিজস্ব ইউটিউব চ্যানেলে তিনি সারা ভারত ঘুরে নতুন ধরণের বিভিন্ন খাবারের খোঁজ দিয়ে থাকেন। সম্প্রতি একটি ভিডিওতে তিনি কলকাতার রসগোল্লা চা ট্রাই করে তার স্বাদ সবার সামনে তুলে ধরেছেন। তার কাছে এই স্বাদ অনন্য হলেও নেটিজেনরা তাতে একমত নন। Ashish Vidyarthi posted a video of rosogolla chai on youtube

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আপনি যদি খাদ্যরসিক হয়ে থাকেন , তবে ইন্টারনেট হল তার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম। নতুন ধরণের রান্নার স্বাদ পেতে এবং নতুন রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে সোশ্যাল মিডিয়াগুলোতে মানুষের ভিড় লেগে থাকে। অভিনেতা আশীষ বিদ্যার্থীর নিজস্ব ইউটিউব চ্যানেলে তিনি সারা ভারত ঘুরে নতুন ধরণের বিভিন্ন খাবারের খোঁজ দিয়ে থাকেন।
advertisement

সম্প্রতি একটি ভিডিওতে তিনি কলকাতার রসগোল্লা চা ট্রাই করে তার স্বাদ সবার সামনে তুলে ধরেছেন। তার কাছে এই স্বাদ অনন্য হলেও নেটিজেনরা তাতে একমত নন। কলকাতায় ঘুরতে গেলে রসগোল্লা না খেয়ে কখনই ফেরা যায়না। কারণ রসগোল্লার জন্য সারা বিশ্বে কলকাতা খুবই প্রসিদ্ধ।

আপনি যদি চা এবং রসগোল্লা দুটোই পছন্দ করে থাকেন তবে "রসগোল্লা চা" আপনার জন্য শ্রেষ্ঠ বিকল্প। গরম চেয়ে রসগোল্লা ! অনেকের কাছেই এই উদ্ভট আবিষ্কারটি মেনে নেওয়ার যোগ্য না। অভিনেতা আশীষ বিদ্যার্থী তার ইউটুবে চ্যানেলে বিভিন্ন খাবারে পদকে তুলে ধরেন, তাই এবার তিনি পা রেখেছিলেন মিষ্টিপ্রেমীদের কেন্দ্রবিন্দু কলকাতায়। খাদ্যরসিকদের কাছে কলকাতা চিরকালই খুবই পছন্দের। ভিন্ন স্বাদের ভিন্ন খাবার সারা বিশ্ব থেকে মানুষকে এই কলকাতাতে টেনে নিয়ে আসে। এবার তিনি চুমুকে চমকের "রসগোল্লা চা" তার ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে প্রস্তুতকারকরা এই বিশেষ চা টি তৈরি করেন এবং কিভাবে তাতে পর্যাপ্ত মশলা এবং রসগোল্লা মিশিয়ে সেই চা কাস্টোমারদের পরিবেশন করেন। ভিডিওটি ইউটিউবে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন " রসগোল্লা চা কখনও ট্রাই করেছেন কি ?" ভিডিওটি এখানে দেখুন-

advertisement

ভিডিওটির শুরুতেই তিনি রসগোল্লা চা তৈরির পদ্ধতি দেখান , দেখা যায় একদম সাধারণভাবেই চা তৈরি করা হয়েছে এবং নতুন স্বাদ আনার জন্য তাতে আদা ঘষে এবং তারপর মাটির কাপে মশলা ও রসগোল্লা দিয়ে তার ওপর চা ঢেলে দেওয়া হচ্ছে। আশীষ বিদ্যার্থীকে সেই চা পান করতে দেখা যায়। তার অভিব্যক্তিতে চায়ের অনন্য স্বাদ ফুটে উঠছিল। শুধু তাই না তিনি নিজের মুখে একথা স্বীকারও করেন যে এই "রসগোল্লা চা" স্বাদে এবং গন্ধে অনন্য।

advertisement

ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে ১০০০০ ভিউ অর্জন করেছে। ভিডিওটি অনেকে পছন্দ করলেও সকলে অভিনেতার সঙ্গে একমত নন। অনেকের কাছেই এটি উদ্ভট রেসিপি ছিল। একজন ব্যক্তি লিখেছেন, "আশ্চর্যজনক।"

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

অপর একজন ইউটিউব ব্যবহারকারী পোস্ট করেছেন যে "গুজরাটের একটি দোকানেও একই রকম কিছু বিক্রি হয়।"

বাংলা খবর/ খবর/বিনোদন/
"চুমুকে চমক" ! দুর্দান্ত স্বাদের রসগোল্লা চা মন কাড়ল আশিস বিদ্যার্থীর, নেটিজেনরা কি একমত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল