TRENDING:

Ashish Vidyarthi's Second Marriage: ‘বুড়ো বয়সে দ্বিতীয় বিয়ে’! সমাজমাধ্যমে তীব্র বিদ্রূপ আশিস বিদ্যার্থীকে! ব্যঙ্গকারীদের মোক্ষম উত্তর অভিনেতার

Last Updated:

Ashish Vidyarthi's Second Marriage:সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ট্রোলারদের প্রতি তাঁর প্রতিক্রিয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ৫৭ বছর বয়সে দ্বিতীয় বার বিয়ে করে সমাজমাধ্যমে তীব্র ট্রোলড আশিস বিদ্যার্থী৷ চলতি বছরে জামাইষষ্ঠীর দিন ফের বিয়ে করেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা৷ প্রৌঢ় অভিনেতার দ্বিতীয় স্ত্রী অসমের মেয়ে রূপালি বড়ুয়া কলকাতার ফ্যাশন দুনিয়ায় পরিচিত নাম৷ এই বিয়ের পর থেকেই সমাজমাধ্যমে তীব্র ট্রোলড আশিস৷ সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ট্রোলারদের প্রতি তাঁর প্রতিক্রিয়া৷ বলেছেন, ‘‘আমার সম্বন্ধে নানা ধরনের অপমানজনক কথা আমি শুনেছি৷ সকলের মন্তব্যের মধ্যে চেনা রীতি হল নিজেদের থেকে বয়োজ্যেষ্ঠ কাউকে অপমান করা৷ এটায় কিন্তু আমরা নিজেদের দিকেও থ্রেট ছুঁড়ে দিচ্ছি৷ কারণ আমরা সকলেই একদিন বুড়ো হব৷ বয়স হয়েছে বলে কি জীবনে অসুখি থাকব? অসুখি অবস্থায় মারা যাব? যদি কেউ কারও সঙ্গ বা সখ্য পেতে চান, সেটা তিনি পাবেন না কেন?’’
চলতি বছরে জামাইষষ্ঠীর দিন ফের বিয়ে করেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা
চলতি বছরে জামাইষষ্ঠীর দিন ফের বিয়ে করেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা
advertisement

জামাইষষ্ঠীতে সদ্য বিবাহিত আশিস বিদ্যার্থীর ছবি নেটিজেনদের চমকে দেয়৷ তার পর তিনি ইনস্টাগ্রামে জানান তাঁর জীবনের ওঠাপড়া নিয়ে৷ রূপালির সঙ্গে আলাপের কথা বলেন৷ তাঁর কথায়, এক বছর আগে তাঁদের আলাপ হয়৷ তার পর গল্প আড্ডা শুরু হয়৷ একে অন্যের প্রতি আকর্ষণ বোধ করেন৷ তার পরই বিয়ে করে স্বামী স্ত্রী হিসেবে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন৷ রূপালির বয়স ৫০ বছর৷ তিনি ৫৭ বছরের, ৬০ বছর বয়সি নন৷ কিন্তু বয়স তাঁর মতে বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না৷ আমরা সকলেই ভাল থাকতে পারি৷ তাই তোমাদের জানাতে চাই, জীবনে শ্রদ্ধা সম্মানের সঙ্গে এগিয়ে চলো৷

advertisement

আরও পড়ুন :  বাজারে মাছের দাম আকাশছোঁয়া, খুচরো বাজারে কবে কমবে মাছের দর? জানুন

ট্রোলিংয়ে বিদ্ধ আশিসের প্রশ্ন, ‘‘এত বাধা বিপত্তির দেওয়াল আসছে কোথা থেকে? একজন আইনের পথে চলা মানুষ, যিনি আইনি কাজ করছেন, কর দিচ্ছেন, পরিশ্রম করছেন, তাঁর ব্যক্তিগত ইচ্ছে দ্বিতীয় বিয়ে করার৷ আইনি পথে গিয়ে বিয়ে করছেন একজনকে যাঁরও পরিবার নিয়ে বাঁচার ইচ্ছে আছে৷ এই পরিস্থিতিতে একে অন্যের ক্ষত খুঁচিয়ে ঘা তৈরি না করে আমাদের উচিত একে অন্যের পাশে দাঁড়ানো৷ এই আচরণ আমি আশা করিনি৷ আমি চরম আহত, কারণ সারা জীবন আমি মূল্যবোধ নিয়ে ভেবেছি৷

advertisement

প্রসঙ্গত আশিসের প্রথম স্ত্রী রজোশি বড়ুয়াও অভিনয় এবং গান করেন৷ তাঁদের ছেলে অর্থ বিদেশে উচ্চশিক্ষা করেছে এসেছেন৷ রজোশির সঙ্গে ২৩ বছরের দাম্পত্য কাটানোর পর বিচ্ছেদ হয় আশিসের৷ এর পর ফের রূপালির হাত ধরে নতুন জীবনে পদার্পণ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হিন্দি ছাড়াও আশিস কাজ করেছেন তেলুগু, তামিল, কন্নড়, মালয়লম, ইংরেজি, বাংলা, ওড়িয়া ও মারাঠি ছবিতে৷ মূলত খলনায়ক চরিত্রে তাঁকে দেখতেই অভ্যস্ত দর্শক৷ তাঁর ফিল্মোগ্রাফিতে উজ্জ্বল ১৯৪২ : এ লভ স্টোরি, বাজি. জিত, মৃত্যুদাতা, অর্জুন পণ্ডিত, মেজর সাব, সোলজার, রিফিউজি, জোরু কা গুলাম, হাসিনা মান যায়েগী, জোড়ি নাম্বার ওয়ান-সহ নানা বক্সঅফিস সফল ছবি৷ গোবিন্দ নিহালনী পরিচালিত ‘দ্রোহকাল’ ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারে সম্মানিত হন আশিস৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ashish Vidyarthi's Second Marriage: ‘বুড়ো বয়সে দ্বিতীয় বিয়ে’! সমাজমাধ্যমে তীব্র বিদ্রূপ আশিস বিদ্যার্থীকে! ব্যঙ্গকারীদের মোক্ষম উত্তর অভিনেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল