TRENDING:

Arpita Chatterjee : সঙ্গীত ও কত্থকে দীর্ঘ নিবিড় অনুশীলন অর্পিতার, যবনিকা উঠতে চলেছে ‘মাই নেম ইজ জান’-এর উপর থেকে

Last Updated:

‘মাই নেম ইজ জান’-এর (My Name is Jaan) সত্তায় মনপ্রাণ সঁপেছেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘মাই নেম ইজ জান’-এর (My Name is Jaan) সত্তায় মনপ্রাণ সঁপেছেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee) ৷ দীর্ঘ কয়েক মাস তিনি ডুবে ছিলেন নিবিড় অনুশীলনে ৷ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ প্রায় উপস্থিত ৷ ১৮ সেপ্টেম্বর প্রথম যবনিকা উঠবে ৷ মঞ্চে অর্পিতা অবতীর্ণ হবেন গওহরজানের ভূমিকায় ৷
advertisement

অনুশীলন পর্বের বিভিন্ন সময়ের ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন অর্পিতা ৷ সম্প্রতি অনুশীলনপর্বের আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ সেখানে দেখা যাচ্ছে, লং স্কার্ট এবং টপের আটপৌরে বেশে মহড়া দিচ্ছেন অর্পিতা ৷ কখনও তিনি গান গাইছেন ৷ কখনও বোল তুলেছেন কত্থকে ৷ আবার কখনও বলছেন সংলাপ ৷ ভিডিয়ো শেয়ার করে অর্পিতা লিখেছেন, ১ ঘণ্টা ৪৫ মিনিটের নাটকে থাকছে ৮ টি ধ্রুপদী সঙ্গীত ৷ কিছু কত্থক নাচ ৷ সবই তাঁর নিজের পরিবেশন ৷ দর্শক ও নেটিজেনদের শুভেচ্ছা প্রার্থনা করেছেন তিনি ৷

advertisement

অর্পিতা নিজেই জানিয়েছেন তাঁর জীবন জুড়ে এখন শুধুই উনিশ শতকের প্রখ্যাত ধ্রুপদ শিল্পী ও নর্তকী গওহরজান ৷ অবন্তী চক্রবর্তীর পরিচালনায় ‘মাই নেম ইজ জান’ নাটকে তাঁর জীবনকাহিনি তথা জীবনসংগ্রাম ফুটিয়ে তুলবেন অর্পিতা ৷

ভারতবিখ্যাত শিল্পী গওহরজানের সব রেকর্ডের উপর লেখা থাকত ‘মাই নেম ইজ জান’ ৷ সে সময় শুধুমাত্র এই একটা লাইনের জন্যই গ্রামাফোন কোম্পানির রেকর্ডের চাহিদা ছিল আকাশছোঁয়া ৷

advertisement

শিল্পী হিসেবে এই সাফল্যকে কুর্নিশ জানিয়ে গওহরজানকে বলা হত ‘দ্য গ্রামাফোন গার্ল’ ৷ কার্যত তিনিই ছিলেন দেশের সর্বপ্রথম রেকর্ডিং সুপারস্টার ৷ ১৯০২ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ১৯২০ অবধি, এই প্রায় দু’ দশক সময় ধরে ১০ টিরও বেশি ভাষায় ৬০০-র বেশি গান রেকর্ড করেছেন তিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জীবনভর দর্শক শ্রোতাদের তাঁর শিল্পকলায় বুঁদ করে রাখা গওহরজান প্রয়াত হন ১৯৩০ সালের ১৭ জানুয়ারি ৷ ব্রিটিশ ভারতের মহীশূরে ৷ প্রয়াণের ৯১ বছর পর তাঁর বদলে এ বার মঞ্চে শিল্পীর জীবনগাথা ৷ ‘মাই নেম ইজ জান’-এ অর্পিতার অভিনয় দেখতে উদগ্রীব নাট্যপ্রেমী বাঙালি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arpita Chatterjee : সঙ্গীত ও কত্থকে দীর্ঘ নিবিড় অনুশীলন অর্পিতার, যবনিকা উঠতে চলেছে ‘মাই নেম ইজ জান’-এর উপর থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল