তবে আরমানের উত্তর ছাপিয়ে কৃতিকার বক্তব্য সবাইকে হতবাক করে দিয়েছে। তিনি আরমানকে বাধা দিয়ে বললেন, “আরে! যখন অন্যের বরের সঙ্গে থাকতে পারছি তখন তোয়ালের কী দোষ!”
এতে পৌলোমি উচ্চস্বরে হেসে উঠলেও কৃতিকা বলতে থাকেন, “নিজের অপমান নিজেই করছি। কিন্তু আর কেউ বললে মুখ ভেঙে দেব।” প্রসঙ্গত জানিয়ে রাখা উচিত যে, আরমান মালিক বিগ বস ওটিটি ৩-এ তাঁর স্ত্রী পায়েল এবং কৃতিকা উভয়ের সঙ্গেই রয়েছেন। আগের পর্বের একটিতে, সানা মকবুলও দুই স্ত্রীকে নিয়ে অরমানের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। অভিনেত্রী ইউটিউবারকে প্রশ্ন করেছিলেন যে পায়েলও আবার বিয়ে করার সিদ্ধান্ত নিলে তিনি মেনে নেবেন থাকবেন কি না। এই প্রশ্নের উত্তরে আরমান বিরক্ত ভাবে উত্তর দিয়েছিলেন, “পায়েল আমাকে মেনে নিয়েছে, কিন্তু আমি কখনওই এটা মেনে নিতাম না।”
advertisement
আরমান ২০১১ সালে তাঁর প্রথম স্ত্রী পায়েলকে বিয়ে করেন এবং তাঁরা চিরায়ু মালিক নামে এক পুত্র সন্তানের জন্ম দেন। ছয় বছর পর, ২০১৮ সালে, অরমান তাঁর প্রথম বিয়ে আইনত শেষ না করেই পায়েলের সবচেয়ে ভাল বন্ধু কৃতিকাকে বিয়ে করেন। ৪ ডিসেম্বর, ২০২২ সালে, আরমান কৃতিকা এবং পায়েল উভয়ের গর্ভধারণের ঘোষণা করার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে আলোচনার ঝড় ওঠে। আরমান এখন চার সন্তানের বাবা: চিরায়ু, তুবা, আয়ান এবং জায়েদ। গত ২১ জুন বিগ বস ওটিটি ৩-এর প্রিমিয়ার রিলিজ হয়। JioCinema এই শো স্ট্রিম করে। এবার বিতর্কিত রিয়েলিটি শোটির সঞ্চালনা করছেন অনিল কাপুর।