TRENDING:

Arjun Kapoor shared cryptic post: প্রেম ভেঙে খানখান, মালাইকাকে সরাসরি 'আবর্জনা' বললেন অর্জুন? অভিনেতার পোস্টে সরগরম বি-টাউন

Last Updated:

Arjun Kapoor shared cryptic post: 'ইশকজাদে' অভিনেতা লিখেছেন,  এই দুনিয়ায় একমাত্র জঞ্জালই গোনা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
করণ জোহরের পার্টি থেকেই বন্ধুত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিকে আবার দিন কয়েক আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে কুশার। যদিও কুশা এই গুঞ্জনকে হেসে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমার মা আবার এসব খবর পড়ে না ফেলেন…’
করণ জোহরের পার্টি থেকেই বন্ধুত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিকে আবার দিন কয়েক আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে কুশার। যদিও কুশা এই গুঞ্জনকে হেসে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমার মা আবার এসব খবর পড়ে না ফেলেন…’
advertisement

মালাইকা পোস্টে লিখেছেন,পরিবর্তন জীবনের নিয়ম। এবং যারা শুধুমাত্র অতীত বা বর্তমানের দিকে তাকায় তারা নিশ্চিত ভবিষ্যতকে মিস করবে৷ মালাইকার এই পোস্ট নিয়ে বাড়ছে জল্পনা৷ এই রহস্যময় পোস্টের পরই অর্জুনের পরিবারের সদস্যদেরও সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন মালাইকা ৷ অর্জুনের বোন অনশুলা কাপুর, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের পাশাপাশি বাবা বনি কাপুর এবং অনিল কাপুরকেও অনুসরণ করছেন না নায়িকা৷

advertisement

এর আগে আরবাজ খানের সঙ্গে বিবাহিত ছিলেন মালাইকা। ১৯৯৮ সালে দু’জনে গাঁটছড়া বাঁধেন। তবে ১৮ বছরের দাম্পত্যে ইতি পড়ে ২০১৬ সালে। একমাত্র সন্তান অরহানের জন্য তাঁরা বজায় রেখেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কো পেরেন্টিং। বিয়ে ভাঙার পর মালাইকা এখনও পর্যন্ত বিয়ে করেননি। তবে অর্জুনের সঙ্গে তাঁর প্রেম অটুট।

মালাইকার পোস্ট এবং  সোশ্যাল মিডিয়ায় বোনেদের আনফলো করার পরে খোঁচা দিতে ছাড়েননি অর্জুন। ‘ইশকজাদে’ অভিনেতা লিখেছেন,  এই দুনিয়ায় একমাত্র জঞ্জালই গোনা যায়।

advertisement

সোশ্যালমিডিয়া ইনফ্লুয়েন্সর তথা কৌতুকাভিনেত্রী কুশা কপিলার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি সম্পর্কে ভাঙন ধরেছে তাঁদের।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

করণ জোহরের পার্টি থেকেই বন্ধুত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিকে আবার দিন কয়েক আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে কুশার। তবে এ নিয়ে কী বলছেন কুশা? না। কোনও শিলমোহর তিনি দেননি। বরং পুরো বিষয়টা হেসে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমার মা আবার এসব খবর পড়ে না ফেলেন…’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arjun Kapoor shared cryptic post: প্রেম ভেঙে খানখান, মালাইকাকে সরাসরি 'আবর্জনা' বললেন অর্জুন? অভিনেতার পোস্টে সরগরম বি-টাউন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল