নাটকের মঞ্চে খুন অভিনেতা৷ কে করল খুন, খুনীর উদ্দেশ্য কী, সেই রহস্য সমাধান হবে এই ছবির গল্পে৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অসমাপ্ত গল্প বিশুপাল বধের পূর্ণাঙ্গ রূপ দিয়ে তৈরি হয়েছে অরিন্দম শীলের ব্যোমকেশ হত্যামঞ্চ৷ সাহিত্য ধর্মী গোয়েন্দা ছবি তৈরিতে পরিচালক অরিন্দম শীল যথেষ্ট পটু৷ তা সে ব্যোমকেশ হোক বা শবর বা মিতিন মাসি৷ স্মার্ট মেকিং-এর উপর বরাবরই জোর দেন তিনি৷ তাই তাঁর তৈরি ছবিও হয় দারুণ ঝকঝকে৷ যা দর্শককে হলমুখো করে৷ অন্যদিকে ব্যোমকেশ হিসেবে আবিরকে গ্রহণ করেছে বাঙালি দর্শক৷ যদিও এবার ব্যোমকেশের সঙ্গী অজিতের ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে৷ ট্রেলারে বেশ সাবলীল লেগেছে সুহোত্রকে৷ এর আগে একটি গোয়েন্দা সিরিজের গোয়েন্দার অ্যাসিসটেন্ট হিসেবে দেখা গিয়েছিল তাঁকে৷
advertisement
ব্যোমকেশকে নিয়ে বড়পর্দায় অনেক পরিচালকই পরীক্ষা নিরিক্ষা করেছেন৷ অরিন্দম শীল তাঁদের মধ্যে অন্যতম৷ তিনি যেন টলিউডে ব্র্যান্ড ব্যোমকেশের কাণ্ডারী৷ ২০১৫-এ তিনি তৈরি করেন হর হর ব্যোমকেশ৷ বড়পর্দায় এটাই তাঁর ব্যোমকেশ নিয়ে প্রথম কাজ৷ তারপর ২০১৬ আসে ব্যোমকেশ পর্ব৷ ২০১৮এ আসে ব্যোমকেশ গোত্র৷ এবার আসছে ব্যোমকেশ হত্যামঞ্চ৷ প্রথম থেকে ব্যোমকেশ ও সত্যবতী হিসেবে আবির এবং সোহিনী সরকার থাকলেও বদলেছে অজিতের চরিত্রে অভিনয় করা অভিনেতারা৷ প্রথমে ছিলেন ঋত্বিক, তারপর রাহুল অরুণাদয় এবং এবার সুহোত্র৷
পরিচালক অরিন্দম শীলের সঙ্গে যৌথভাবে ছবি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ।আগামী ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’।