আরও পড়ুন: ‘মা, তুমি কি মরে যাবে?’ ক্যানসার আক্রান্ত ছবিকে প্রশ্ন ৯ বছরের মেয়ের! কান্না কিশোরীর
বোন অর্পিতা খানের বাড়িতে বিয়ের আসর বসেছিল। বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, বোন আলভিরা অগ্নিহোত্রীকে দেখা গিয়েছিল বিয়ের আসরে পৌঁছতে। ভারতীয় পোশাকে সেজেছেন সকলে। এছাড়া সলমন এবং সোহেল, আরবাজ-পুত্র আরহান ছিলেন বিয়েতে।
advertisement
রবিবার সন্ধ্যায় রবীনা ট্যান্ডন নিজের প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে লেখা, ‘মিস্টার অ্যান্ড মিসেস খানকে অনেক অভিনন্দন।’ ভিডিওতে দেখা যাচ্ছে, ‘অভি তো পার্টি শুরু হুই হ্যায়’ গানে নাচ করছেন আরবাজ। তাল মিলিয়েছেন রবীনাও। সূত্রের খবর, রবীনা এবং তাঁর মেয়ের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট সুরা। পটনা শুক্লা ছবিতে কাজ করার সময়েই ঘনিষ্ঠতা বেড়েছে আরবাজ এবং সুরার।
ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর এসেছিল সম্প্রতিই। তারপরেই রটে যায়, আরবাজ বিয়ে করবেন। পাত্রীও গিয়েছে পাল্টে।
১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধা। তারপরও দীর্ঘদিনের সংসার টেকেনি আরবাজের। ২০১৭ সালে পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। ওদিকে মালাইকাও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। যদিও তিক্ততা ভুলে দু’জনেই ছেলে আরহানকে লালন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।