DFF-এর নিয়োগের বিবরণ-
চলতি বছর নভেম্বর মাসে গোয়ায় ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হতে চলেছে। তার জন্যই কম সময়ের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছে DFF। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইচ্ছুক প্রার্থীরা তাদের বায়োডেটা vacancy.dff@gmail.com-এ পাঠাতে পারে।
এক্ষেত্রে আবেদনকারী প্রত্যেককে দিল্লিনিবাসী হতে হবে। আবেদনের জন্য গোয়ায় যাওয়ার ব্যাপারে সম্মতি থাকতে হবে। কারণ ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন গোয়ায় গিয়ে কাজ করতে হবে সকলকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়ার যাওয়ার খরচা ও থাকা খাওয়ার খরচা DFF দেবে।
advertisement
পারিশ্রমিক ঠিক হবে অভিজ্ঞতার উপর। এছাড়াও চুক্তি বাতিলের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা থাকবে সংস্থার হাতে। তারা যে কোনও মুহূর্তে চুক্তি বাতিল করতে পারে।
জেনে নেওয়া যাক কী কী পদে নিয়োগ হবে-
১) অ্যাসিস্ট্যান্ট ফিল্ম প্রোগ্রামার- শূন্যপদ রয়েছে ৫ টি
২) ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর- শূন্যপদ রয়েছে ৬টি
৩) ফিল্ম শিডিউলার- শূন্যপদ রয়েছে ১টি
৪) ডেলিগেট রেজিস্ট্রেশন- শূন্য রয়েছে ১টি
৫) ফেস্টিভ্যাল অ্যাসিস্ট্যান্ট- শূন্যপদের সংখ্যা ১টি
আবেদনের জন্য যোগ্যতা -
১) অ্যাসিস্ট্যান্ট ফিল্ম প্রোগ্রামার পদ:
এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম, মিডিয়া ও এন্টারটেইনমেন্ট, মাস কমিউনিকেশন, ফিল্ম স্টাডিজ বা কম্পিউটার সায়েন্সে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে।
ভালো ইংরাজি বলতে জানতে হবে।
MS-office-সহ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
ট্র্যাভেল ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে, আন্তর্জাতিক স্তরে অতিথি সামলানোর কাজ জানতে হবে এবং VISA ইস্যু করার কাজ জানতে হবে।
ফিল্ম প্রোগ্রামিং, কোনও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অভিজ্ঞতা থাকতে হবে।
সিনেমার বিষয়ে ভালোভাবে জানতে হবে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিক সামলানোর কাজ করতে জানতে হবে।
খুবই নম্র হতে হবে এবং টিমে একসঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
২) ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর-
এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম, মিডিয়া ও এন্টারটেইনমেন্ট, মাস কমিউনিকেশন, ফিল্ম স্টাডিজ বা কম্পিউটার সায়েন্সে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। সঙ্গে থাকতে হবে ফিল্ম ফেস্টিভ্যাল, ফিল্ম প্রোগ্রামিং, ইভেন্ট ম্যানেজমেন্ট বা এমনই কিছু বিষয়ে ৬ মাস কাজের অভিজ্ঞতা। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ পদে ২ বছর কাজ করা স্নাতক প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারে।
এক্ষেত্রেও সিনেমা সম্পর্কে জানতে হবে
ইংরাজিতে কথা বলতে জানতে হবে
খুবই নম্র হতে হবে এবং টিমে একসঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে
সিনেমা বাছাই বা বিভিন্ন জ্যুরি এবং সঙ্গে আন্তর্জাতিক গেস্ট সামলানোর অভিজ্ঞতা থাকতে হবে
অ্যাসেসমেন্ট, ম্যানেজমেন্ট অফ টেকনিক্যাল রিক্রুটমেন্ট ফর কন্ডাক্টিং মাস্টারক্লাসেস, ওয়ার্কশপ, ইন্টারঅ্যাকটিভ সেশন, ট্রাভেল, লজিস্টিক বা ইভেন্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে।
৩) ফিল্ম শিডিউলার -
এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম, মিডিয়া ও এন্টারটেইনমেন্ট, মাস কমিউনিকেশন, ফিল্ম স্টাডিজ বা কম্পিউটার সায়েন্সে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে।
ইংরাজিতে কথা বলতে জানতে হবে।
MS-office-সহ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
ফিল্ম শিডিউলিং, প্রোগ্রামিং বা স্লটিংয়ে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সিনেমা সম্পর্কে জানতে হবে।
খুবই নম্র হতে হবে এবং টিমে একসঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৪) ডেলিগেশন রেজিস্ট্রেশন -
এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে, BCA করা প্রার্থীরাও আবেদন করতে পারে।
ইংরাজিতে কথা বলতে ও লিখতে জানতে হবে।
ডেলিগেশন রেজিস্ট্রেশন, ফিল্ম ফেস্টিভ্যাল বা ওয়েবসাইট মেইনটেনেন্সে ১ বছর - ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে।
৫) ফেস্টিভ্যাল অ্যাসিস্ট্যান্ট
এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
MS-office-সহ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
অফিস ওয়ার্ক বা কোনও ফিল্ম ফেস্টিভ্যালে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বিস্তারিত জানতে https://dff.gov.in/images/News/Outsourced_Qualification_Revised.pdf-এ ক্লিক করতে হবে।