আন্তর্জাতিক মাতৃ দিবসে মা-মেয়ের এক অন্য রকম ‘ভাল বাঁচতে শেখ’-এর গল্প মিউজিক ভিডিওতে নিয়ে আসছেন অপরাজিতা আঢ্য এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্য। মা-মেয়ের সম্পর্কের এক অন্য সমীকরণ, একজন ঘরোয়া মায়ের আত্মনির্ভর হয়ে ওঠা, একে অপরের প্রতি নির্ভরতা এবং স্বাধীনচেতা বেঁচে থাকার এক ভিন্নধর্মী গল্প শোনাবে এই নতুন মিউজিক ভিডিও। অভিনয়ের পাশাপাশি ভিডিওটির পরিচালনা এবং সৃজন পরিচালনা করেছেন প্রিয়াঙ্কা নিজেই ।
advertisement
সঙ্গীত পরিচালনা করেছেন ঈশান মিত্র। কথা লিখেছেন সোমরাজ দাস এবং কণ্ঠে সুচিস্মিতা চক্রবর্তী । মিউজিক ভিডিও নিয়ে বলতে গিয়ে অপরাজিতা বললেন, “প্রিয়াঙ্কা আমার কন্যাসম বললে কম বলা হয়। ও আমারই মেয়ে । রিল জীবন থেকে দূরে ব্যক্তিগত জীবনেও আমরা মা এবং সন্তানের যে অপ্রতিম আত্মিক বন্ধন, তার অংশীদার। ও আমায় মামণি বলে ডাকে । ও যখন এই মিউজিক ভিডিওর বিষয়টা আমার কাছে নিয়ে আসে তখন থেকেই খুব আগ্রহী ছিলাম। ও একজন দক্ষ অভিনেত্রী, সঙ্গে এত ভাল পরিচালনা করেছে। মাতৃস্থানীয় হয়ে সেটা আমার কাছে গর্বেরয খুব ব্যক্তিগত স্তর থেকে যত্নে এই মিউজিক ভিডিওটা তৈরি করেছি আমরা । আশা করি সকলের ভাল লাগবে।”
“মা ও মেয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে জাগতিক ভাবে আগলে রাখার, যত্নে রাখার একটা প্রবণতা আছে। এ যেন এক অদ্ভুত চরিত্র পরিবর্তনের মতো। দু’জনেই যেন দু’জনের মেয়ে। দু’জনই দু’জনের মা… মন্দে ভালোয় দুই নারীর মুক্ত বেঁচে থাকার রসদ; আর সেইরকমই এক উপাখ্যান আমাদের এই মাদার্স ডে স্পেশাল মিউজিক ভিডিওতে”, বললেন ভিডিওর অভিনেত্রী-পরিচালক প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
১০ মে ইটসমাজ্জা মিউজিক প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেতে চলেছে এই আন্তর্জাতিক মাতৃ দিবস স্পেশ্যাল এই মিউজিক ভিডিও । মাতৃ দিবসের একেবারে কাছাকাছি যেমন এই শুভমুক্তি। অন্য দিকে কিন্তু এই দিন প্রিয়াঙ্কা ভট্টাচার্যর জন্মদিনও। কাজেই জোড়া সেলিব্রেশন।