সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন আগে থেকেই ঘুরপাক খাচ্ছিল অনুষ্কার ফের মা হওয়ার খবর। তবে সম্প্রতি এক ক্লিনিকের বাইরে দেখা গিয়েছে দম্পতিকে। জল্পনা আরও বেড়েছে তারপর থেকেই। যদিও বিরাট বা অনুষ্কা কেউই এখনও নিজে থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিরাট অনুষ্কার পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। তবে এখনই এবিষয়ে কিছু খোলসা করতে চান না বিরাট বা অনুষ্কা কেউই। প্রথম সন্তান ভামিকার ক্ষেত্রেও অনেকটা দেরিতেই খুশির খবর জানিয়েছিলেন তারকা দম্পতি। শোনা যাচ্ছে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও তাই করতে চলেছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে বিপাকে অল্লু অর্জুন? পুলিশের সঙ্গেও তর্ক জোড়েন ‘পুষ্পা’
সূত্রের খবর অনুযায়ী আপাতত লোকচক্ষুর আড়ালেই তাই থাকছেন অভিনেত্রী। ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে দম্পতিকে দেখা গেলে তাঁরা মিডিয়াকে অনুরোধ করেন ছবি না তোলার জন্য। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁরা মিডিয়াকে কোনও ছবি না তুলতে অনুরোধ করেন। তারকা দম্পতি জানিয়েছেন তাঁরা জানিয়েছেন নিজেরাই খুশির খবর জানিয়েছেন।
