TRENDING:

Anupam Roy-Piya: 'তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর'... কেন ভেঙেছিল অনুপম রায় -পিয়ার ছ'বছরের সংসার?

Last Updated:

আজ বিয়ে করেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়! দুপুরে সই-সাবুদ হয়ে গিয়েছে।  একদা অনুপমের পিয়া এখন পরমের অফিশিয়াল ঘরণী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ” কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়/  নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়/ তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান/ তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান।”
advertisement

নিজের লেখা গানের লিরিক্স আজ সত্যি হবে গেল সুরকার ও গায়ক অনুপম রায়ের ক্ষেত্রে! আজ বিয়ে করেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়! দুপুরে সই-সাবুদ হয়ে গিয়েছে।  একদা অনুপমের পিয়া এখন পরমের অফিশিয়াল ঘরণী।

বিয়ের পর পরমব্রত-পিয়ার প্রথম ছবি

advertisement

এদিন সকাল থেকেই অনেপমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছিলশুধুই বিষন্নতা! কখনও তিনি লিখেছেন, ” এ শহর পারবে না ঠেকাতে জানি তোমার চলে যাওয়া’, কখনও আবার তুলে ধরেছেন অরিন্দম চক্রবর্তীর লেখা, ” নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া – এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে – এমন নয়।”

advertisement

২০১৫ সাল। বিয়ের দিন অনুপম-পিয়া!

যদিও শেষে ছন্দপতন হয়, কিন্তু পিয়া আর অনুপমের প্রেম-বিয়ে, দীর্ঘ দিনের সম্পর্ক ছিল রূপকথার গল্পর মত! কলেজে পড়ার সময় থেকেই দু’জনের বন্ধুত্ব। একসময় বন্ধুত্ব গড়ায় প্রেমে। ২০১৫ সালের ৬ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। খুশিতে ভরা ছিল তাঁদের সংসার…! একসঙ্গে গান-বাজনা, সমাজসেবার কাজ করেছেন অনুপম-পিয়া। একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালব্যাম করেছিন পিয়া, যার সঙ্গীত-আয়োজক ছিলেন অনুপম। পিয়ার গাওয়া একটি জনপ্রিয় গান ‘তোমার ভিতর থেকে’! এই গানটির সুরও অনুপমেরই। এই গানটা প্রথম ব্যবহার হয়েছিল দেবেশ চট্টোপাধ্যায়ের ‘বিকেলে ভোরের সর্ষে ফুল’ নাটকে। নাটকের জন্য একটা স্তবক লিখেছিল অনুপম। সুরও দিয়েছিল। পরে দ্বিতীয় স্তবকটি লেখেন পিয়া। অনুপম-পিয়া হাতে-হাত মিলিয়ে নানা সমাজসেবামূলক কাজ করেছেন। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় আক্রান্তদের সাহায্যের জন্য তৈরি করেন ‘সিটিজেন্স রেসপন্স’। এতে যোগ দিয়েছিলেন শহরের অন্য বহু শিল্পী। ইয়াস-বিপর্যস্ত সুন্দরবনেও ত্রাণ পৌঁছে দিয়েছিলেন অনুপম-পিয়া। মাঝেমধ্যেই কাছের বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে উঠতেন দু’জনে। সুখী দাম্পত্যের সেই ছবির আভাস ধরা পড়ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

advertisement

সব ঠিক-ই চলছিল! আচমকাই ছন্দপতন!  ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দম্পতির! টলিউড ইন্ডাস্ট্রির অলিধে-গলিতে কান পাতলেই শোনা যেত, ‘তৃতীয় ব্যক্তি’-র নাম! শোনা যেত, অন্য কারও প্রেমে পড়েই নাকি অনুপমের সঙ্গে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন পিয়া! শোনা যেত সেই ‘তৃতীয় ব্যক্তি’ নাকি পরমব্রত চট্টোপাধ্যায়! যদিও সমাজমাধ্যমে অনুপম জানিয়েছিলেন, ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের কারণেই স্বামী-স্ত্রী হিসেবে আর পথ চলতে পারবেন না তাঁরা। কিন্তু, স্ত্রী পিয়ার সঙ্গে কাটানো সময় আজীবন মনে রাখার মতো।

advertisement

সদ্য বিয়ে হওয়া পরমব্রত আর পিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

সবশেষে, সত্যি হয়ে যায় অনুপমের গানের কথাই , ” কথার ওপর কেবল কথা সিলিং ছুতে চায়/ নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়/ তুমি অন্য কারোর গল্পে নায়িকা/ তুমি অন্য কারোর গল্পে নায়িকা।”

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anupam Roy-Piya: 'তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর'... কেন ভেঙেছিল অনুপম রায় -পিয়ার ছ'বছরের সংসার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল