TRENDING:

বলেছিলাম তুই যেদিন আমার বয়সি হবি, বড় নায়িকা হবি, ঐন্দ্রিলার স্মৃতিচারণে অঙ্কুশ

Last Updated:

ঐন্দ্রিলার মৃত্যুর বেশ কয়েক ঘণ্টা পর একটি ফেসবুক পোস্ট করেন অঙ্কুশ। ছুঁয়ে দেখলেন বছর দশেক আগের একটি দিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ অতীতে দু'বার ক্যানসারকে হারিয়ে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা শর্মা। এ বারও জয়ী হবেন তিনি, এমনই বিশ্বাস ছিল অঙ্কুশ হাজরার। সহকর্মীর প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন অভিনেতা। কিন্তু ভাবনার সঙ্গে বাস্তব মিলল কোথায়! সব প্রার্থনা মিথ্যা করে মাত্র ২৪-এই চলে গেলেন অভিনেত্রী। থামল জীবন-মৃত্যুর দড়ি টানাটানি।
advertisement

ঐন্দ্রিলার মৃত্যুর বেশ কয়েক ঘণ্টা পর একটি ফেসবুক পোস্ট করেন অঙ্কুশ। ছুঁয়ে দেখলেন বছর দশেক আগের একটি দিন। অভিনেত্রীর সঙ্গে একটি ছবি দিয়ে লেখেন, "তখন আমার বয়স ছিল ২৪ আর তোর ১৪। তোকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে বলেছিলাম, তুই যেদিন আমার বয়সি হবি, অনেক বড় হিরোইন হবি।'

advertisement

আরও যোগ করেন অভিনেতা। তাঁর কথায়, 'ভাল থাকিস বাবু। অনেক অনেক ভাল থাকিস। অনেক আদর, অনেক ভালবাসা তোর জন্য রাখা আছে। পারলে ফিরে আসিস।'

আরও পড়ুনঃ মিরাকেল হল না! পর পর দু'বার ক্যানসার জয়ী ঐন্দ্রিলার শক্তি অনেকের অনুপ্রেরণা

আরও পড়ুনঃ ঘড়িতে ঠিক ১২.৫৯, থামল লড়াই! ২০ দিনের যুদ্ধে হার মানলেন ঐন্দ্রিলা

advertisement

দীর্ঘ দিনের যুদ্ধ থামল। রবিবার দুপুর ১২.৫৯-এ প্রয়াত ঐন্দ্রিলা। মাত্র ২৪-এই থেমে গেল তাঁর পথ চলা। রেখে গেলেন অজস্র স্মৃতি আর সুন্দর মুহূর্ত।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বলেছিলাম তুই যেদিন আমার বয়সি হবি, বড় নায়িকা হবি, ঐন্দ্রিলার স্মৃতিচারণে অঙ্কুশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল