সম্প্রতি তাঁদের বিয়ের সিঁদুর দানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মধুরিমাকে সিঁদুর পরাচ্ছেন অর্নিবাণ। মধুরিমা বা দিকে সিথে করেছেন মাথায়। সেখানে সিঁদুর দিতে গিয়েই সারা গাল সিঁদুরে ভরালেন অনির্বাণ। আর মধুরিমার মুখটা ছিল দেখার মতো। সামান্য আদুরে বিরক্তি মুখে। অবাক অর্নিবাণ। তা দেখে মাথায় হাত উপস্থিত পরিবারের এক মহিলার। এই ভিডিওটি এতটাই মিষ্টি যে বার বার মানুষ দেখছেন। ভালোবাসার জন্য সব কিছুই চলে। বিয়েতে আপনি জাঁকজমক নাই দেখতে পারেন কিন্তু এতটা হৃদয় দিয়ে ভালোবাসা খুব কম বিয়েতেই চোখে পড়ে। তার ওপর মধুরিমার মিষ্টতা জয় করেছে সবাই মন।
advertisement
সৃজিত, মিথিলা অনুপম রায়, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকারের মতো টলিপাড়ার বেশ কিছু মানুষ উপস্থিত ছিলেন তাঁদের বিয়ের অনুষ্ঠানে। সেখানেও গা ভরতি সোনার গয়না নয় বরং রূপোর গয়নায় সেজেছেন মধুরিমা। এখানেও তিনি অনন্য।