TRENDING:

Animal Trailer Ranbir Kapoor: রণবীরকে আরও 'অ্যানিমাল' দেখাতে বিরাট ভাবনা পরিচালকের, আপনি তৈরি তো?

Last Updated:

Animal Trailer Ranbir Kapoor: কয়েকদিন আগেই নতুন ছবি 'অ্যানিমাল'-এর নতুন গান মুক্তি পেয়েছে। গানে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত মাসে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের নতুন ছবি ‘অ্যানিমাল’-এর টিজার। কিন্তু এখনও তার ট্রেলার দর্শকের সামনে এসে পৌঁছল না। কেন এত দেরি ট্রেলার মুক্তিতে? সাধারণত টিজার মুক্তির কয়েকদিনের মধ্যেই নতুন ছবির ট্রেলার চলে আসে বাজারে। বলিউড সূত্রে খবর, অ্যানিমাল-এর ট্রেলার আসতে এখনও মাসখানেকের অপেক্ষা।
advertisement

জানা গিয়েছে, নির্মাতারা চাইছেন ২৩ নভেম্বর মুক্তি পেতে পারে অ্যানিলাম-এর ট্রেলার। নির্মাতারা রণবীরের নতুন ছবিকে নিয়ে খুবই উচ্ছ্বসিত। দর্শকের কাছে রণবীরকে কীভাবে আরও ছকভাঙা ভাবে দেখানো যেতে পারে, তারই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। এই ট্রেলার দেখে ফ্যানেরা যাতে মুগ্ধ হতে পারেন, সেই চেষ্টাতেই এত দেরি ট্রেলার প্রকাশে।

আরও পড়ুন: আঙুল ফাটানোর অভ্যেসে আর্থারাইটিসের ভয়! চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞদের, জানুন

advertisement

কয়েকদিন আগেই নতুন ছবি ‘অ্যানিমাল’-এর নতুন গান মুক্তি পেয়েছে। গানে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানা। গানের নাম ‘হুয়া ম্যায়’। তাতেই একের পর এক চুমুর দৃশ্য দেখা গিয়েছে রণবীর ও রশ্মিকাকে। মুক্তির পরই ভাইরাল হয়েছে দৃশ্য ও গানটি। গানের দৃশ্যে দেখা গিয়েছে তোয়ালা পরে বিমানের ককপিটে চুমু খাচ্ছেন রণবীর ও কশ্মিকা।

advertisement

আরও পড়ুন: চুমুর পর চুমু, রশ্মিকার সঙ্গে রণবীরের রোম্যান্স ভাইরাল নতুন গানে! দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানার নতুন মুভি ‘অ্যানিমাল’-এর টিজার। ‘অ্যানিমাল’ টিজার থেকে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। টিজারে রণবীরকে পর্দায় পুরোপুরি ভিন্ন আঙ্গিকে দেখা গিয়েছে। ভয়ঙ্কর, উত্তেজনাপূর্ণ, রক্তাক্ত অ্যাকশন চলচ্চিত্রের পূর্বাভাস পাওয়া যাচ্ছে টিজারে। ১১ অগাস্ট ছবি মুক্তির দিন স্থির হলেও শেষমেশ সেই দিনে ছবি প্রকাশে আনা যাচ্ছে না। পয়লা ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Animal Trailer Ranbir Kapoor: রণবীরকে আরও 'অ্যানিমাল' দেখাতে বিরাট ভাবনা পরিচালকের, আপনি তৈরি তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল