TRENDING:

Ananya Pandey relationship: জন্মদিনেই প্রেমের গুঞ্জনে সিলমোহর, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা পাণ্ডে?

Last Updated:

Ananya Pandey relationship: আসলে বুধবারই নিজের ২৬তম জন্মদিন পালন করেছেন অনন্যা। আর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর প্রেমিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বি-টাউনের অন্দরে এত দিন ভেসে বেড়াচ্ছিল গুঞ্জনটা। প্রেমে পড়েছেন অনন্যা পাণ্ডে। এবার তাতেই সিলমোহর পড়ল। অবশেষে অভিনেত্রীর জন্মদিনেই সামনে এল সত্যি!
কার সঙ্গে সম্পর্কে অনন্যা?
কার সঙ্গে সম্পর্কে অনন্যা?
advertisement

বুধবারই নিজের ২৬তম জন্মদিন পালন করেছেন অনন্যা। আর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর প্রেমিক। কিন্তু কে সেই প্রেমিক? আসলে ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গেই ডেট করছেন অনন্যা। তাই প্রেমিকার জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুভেচ্ছা জানিয়েছেন ওয়াকার। এমনকী যে মিষ্টি নামে তিনি অনন্যাকে ডাকেন, সেটাও প্রকাশ্যে এনেছেন। আসলে অনন্যাকে ভালবেসে ‘অ্যানি’ বলেই ডাকছেন ওয়াকার।

advertisement

আরও পড়ুন: বাজি কিনে ফেরার পথে কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত দাদা, আশঙ্কাজনক ভাই

কিন্তু কে এই ওয়াকার ব্ল্যাঙ্কো। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ওয়াকার ব্ল্যাঙ্কো আদতে শিকাগোর বাসিন্দা। পেশায় তিনি প্রাক্তন মডেল। ওয়েস্টমিনস্টার ক্রিশ্চিয়ান স্কুলে পড়াশোনা করেছেন তিনি। কিছু প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, অনন্ত আম্বানির উদ্যোগে গুজরাতের জামনগরে তৈরি পশুদের আশ্রয়স্থল বনতারায় কাজ করেন ওয়াকার। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একবার নজর রাখলেই বোঝা যাবে যে, পশুপাখিদের প্রতি ওয়াকারের অগাধ ভালবাসা রয়েছে। হামেশাই বিদেশি পশুপাখি সংক্রান্ত বিষয়ে নানা পোস্ট শেয়ার করেন তিনি। এর থেকেই বন্যপ্রাণের প্রতি তাঁর ভালবাসার কথা স্পষ্ট হয়ে যায়।

advertisement

এখানেই শেষ নয়, ভ্রমণ করতেও ভালবাসেন ওয়াকার।

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের দুটি কামরা, ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি

চলতি বছর অগাস্ট মাসে বম্বে টাইমস-এর একটি প্রতিবেদন সামনে এসেছিল। আর সেই সময় থেকেই বি-টাউনের অন্দরে ভেসে বেড়াচ্ছিল অনন্যা আর ওয়াকার ব্ল্যাঙ্কোর সম্পর্কের গুঞ্জন। আসলে শোনা যাচ্ছে যে, মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসব চলাকালীনই অভিনেত্রীর সঙ্গে আলাপ হয়েছিল ওয়াকারের। সেখানে অনন্যা তাঁকে নিজের পার্টনার বলে পরিচয়ও দিয়েছিলেন বলে খবর। তবে এতদিনের জল্পনা সত্ত্বেও মুখে কুলুপই এঁটেছিলেন এই জুটি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Pandey relationship: জন্মদিনেই প্রেমের গুঞ্জনে সিলমোহর, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা পাণ্ডে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল