TRENDING:

Amrita and Jaya : ‘মায়াজড়ানো কবিতা’র স্মৃতিতে বুঁদ দুই অভিনেত্রী

Last Updated:

‘আনওয়ার কা আজব কিস্যা’ ছবিতে অভিনয়ের স্মৃতি তাঁর আজীবনের সম্পদ ও প্রাপ্তি, মনে করেন অমৃতা চট্টোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : জীবনে প্রথম ছবিতেই তিনি কাজ করেছেন বুদ্ধদেব দাশগুপ্তর পরিচালনায় ৷ ‘আনওয়ার কা আজব কিস্যা’ ছবিতে অভিনয়ের স্মৃতি তাঁর আজীবনের সম্পদ ও প্রাপ্তি, মনে করেন অমৃতা চট্টোপাধ্যায় ৷ পরিচালকের প্রয়াণে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী ৷ তাঁর কথায়, ‘‘বহু পরিচালক সারা জীবন ধরে স্বপ্ন দেখেন ছবির একটা ফ্রেম বুদ্ধবাবুর মতো করা যায় কী করে সেটা নিয়ে৷ এ রকম মায়াজড়ানো কবিতার মতো ছবি আর কেউ কোনওদিন বানাতে পারবেন না ৷’’
advertisement

হিন্দি ডার্ক কমেডি ‘আনওয়ার কা আজব কিস্যা’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে ৷ নামভূমিকায় ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকি, অনন্যা চট্টোপাধ্যায় এবং পঙ্কজ ত্রিপাঠী ৷ ছবিতে নাফিসার ভূমিকায় অভিনয় করেছিলেন অমৃতা ৷ লন্ডন চলচ্চিত্র উৎসব এবং কেরল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ছবিটি ৷ প্রাইভেট ডিটেকটিভ মহম্মদ আনওয়ার কীভাবে রহস্য সমাধান করতে গিয়ে জড়িয়ে পড়েন অন্য মানুষের ব্যক্তিগত জীবনের সঙ্গে, সেই নিয়েই এগোয় ছবির গল্প ৷ সমালোচকদের কলমে প্রশংসিত হয় ছবিটি ৷

advertisement

এই ছবি দিয়ে যাত্রা শুরু করার পর ‘কলকাতা বসন্ত’, ‘কলকাতা কলিং’, ‘অন্য বসন্ত’, ‘মেহর আলি’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন অমৃতা ৷ পাঠভবন, সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী অমৃতা সোশ্যিয়োলজিতে স্নাতকোত্তর করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ৷ টেলিভিশনের বিজ্ঞাপন ও ওয়েবসিরিজেও তিনি জনপ্রিয় মুখ ৷

advertisement

অমৃতার মতো বুদ্ধদেব দাশগুপ্তর ছবিতে অভিনয় করেননি জয়া আহসান ৷ প্রয়াত পরিচালকের ছবির তিনি একনিষ্ঠ দর্শক ৷ অভিনেত্রী তাঁর শোকবার্তা পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ জয়ার কথায় কাগজের পাশাপাশি সিনেমাতেও বুদ্ধদেব দাশগুপ্ত কবিতা লিখতেন ৷ নিষ্ঠুর বাস্তবতা থেকে সরে এসে তাঁর ছবি বিমূর্ত ৷ কিন্ত কবিতাকে ছেড়ে যায়নি তাঁর সৃষ্টি ৷ প্রয়াত পরিচালক তাঁর কাছে ‘চলচ্চিত্রের কবি’ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ১০ জুন সকালে দক্ষিণ কলকাতার বাসভবনে ঘুমের মধ্যেই প্রয়াত হন বুদ্ধদেব দাশগুপ্ত ৷ কিডনির রোগের পাশাপাশি তিনি অসুস্থ ছিলেন বার্ধক্যজনিত সমস্যাতেও ৷ ডায়ালিসিস চলছিল ৷ তাঁর কাজ, অসংখ্য অনুরাগীদের ফেলে পরিচালক না ফেরার দেশে পাড়ি দিলেন ৷ বিলীন হয়ে গেলেন চরাচরে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Amrita and Jaya : ‘মায়াজড়ানো কবিতা’র স্মৃতিতে বুঁদ দুই অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল