আরও পড়ুনঃ নতুন বছরেই সুখবর দিলেন দেব! চমকে দেওয়া পদক্ষেপ, কী করলেন অভিনেতা
তবে, মেয়ের বিয়েতে আমির খানকে দেখা গেল অন্য এক রূপে।সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে বরাত ঢুকতেই আমির নূপুর এবং তাঁর পরিবারের সকলকে উষ্ণ আলিঙ্গনে আহ্বান জানিয়েছেন। অভিনেতা বিশেষ দিনটির জন্য একটি ট্র্যাডিশনাল পোশাক বেছে নিয়েছেন। তাঁকে একটি গোলাপি পাগড়ি-সহ একটি সাদা শেরওয়ানি পরতে দেখা গেছে।
advertisement
আমিরের হবু জামাই নুপুরকে দেখা গেল হাফপ্যান্ট ও টি-শার্টে বিয়ের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে। বরাতের সঙ্গে না এসে হবু বর তাঁর বাড়ি থেকে বিয়ের স্থান পর্যন্ত ৮ কিলোমিটার জগিং করে আসেন। তবে, পরে তিনি ঢোল তাশার তালে নাচতে তাঁর পরিবারের সঙ্গে যোগ দেন।
আজ, প্রথমে রেজিস্ট্রি হবে বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডে৷ ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত থাকবেন সেখানে৷ এরপর ৮ জানুয়ারি উদয়পুর প্যালেসে হবে বিয়ের অনুষ্ঠান৷ সেখান থেকে ফিরে এসে মুম্বইয়ে আবার বসবে একটি আসর, যেখানে আমন্ত্রিত বলিউডের সকলে।