TRENDING:

পোস্টারে বাহুবলীকে টেক্কা ! অ্যামাজনে দেব

Last Updated:

মোহন বাগান মাঠ ভিড়ে উপচে পড়ছিল। না কোনও খেলা ছিল না, ছিল অ্যামাজন অভিযানের জায়ান্ট পোস্টার লঞ্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মোহন বাগান মাঠ ভিড়ে উপচে পড়ছিল। না কোনও খেলা ছিল না, ছিল অ্যামাজন অভিযানের জায়ান্ট পোস্টার লঞ্চ। ৬০,৮০০ বর্গ ফুট (৫৬৪০ বর্গ মিটার)-এর পোস্টার প্রকাশ পেল ছবির প্রোমোশনে। যা টপকে গেল বাহুবলীকেও। পোস্টারের মতোই ছবির গ্র্যাঞ্জারও অনেকটা বড় বলে জানালেন ছবির প্রধান অভিনেতা দেব ও পরিচালক কমলেশ্বর।
advertisement

টক্কর বাহুবলীর সঙ্গে। অন্তত ছবির পোস্টারে রাজামৌলির ছবিকে ছাপিয়ে গেল কমলেশ্বরের ছবি। ২০১৫-তে ‘বাহুবলী বিগিনিং’ ছবির পোস্টারের আয়তন ছিল ৫১,৬০০ বর্গ ফুট বা ৪৭৯৪ বর্গ মিটার ৷  আর তাঁকে টপকে অ্যামাজন অভিযানের পোস্টার সাইজ ষাট হাজারেরও বেশি। শনিবার যার উদ্বোধন হল মোহনবাগান মাঠে।

ফিল্ম পোস্টারের আরও ছবি দেখতে ক্লিক করুন----

advertisement

দেখে নিন বাংলা ছবির ইতিহাসে সবচেয়ে বড় ফিল্ম পোস্টারটিকে !

চাঁদের পাহাড়ের অভিযান শেষে এবার শঙ্করের অভিযান পিরানহার দেশে। ছবিটির টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আর এবার এই পোস্টার একদিকে যেমন রেকর্ড তৈরি করল অন্যদিকে দর্শকের কাছেও ছবির বার্তা পৌঁছে গেল।

advertisement

ছবির মতোই বাস্তবেও কিন্তু অ্যামাজনে শুটিং করাটা রোমাঞ্চকর বলে জানালেন পরিচালক। বড়দিনে মুক্তি পাচ্ছে অ্যামাজন অভিযান। শঙ্করের দ্বিতীয় অ্যাডভেঞ্চার দেখতে ভিড় যে কম হবে না, তা পোস্টার প্রকাশেই স্পষ্ট ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
পোস্টারে বাহুবলীকে টেক্কা ! অ্যামাজনে দেব