৫ বছর প্রেমপর্বের পর চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন রণবীর ও আলিয়া৷ তার দু’ মাস পরে জুনে ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান আলিয়া ভাট৷ কিছু দিন আগেই মুক্তি পেয়েছে রালিয়ার ছবি ‘ব্রহ্মাস্ত্র’৷ এটাই তাঁদের একসঙ্গে প্রথম ছবি৷ এই ছবির সেটেই তাঁদের প্রেমপর্বেরও সূত্রপাত৷ হলিউডেও আলিয়ার আত্মপ্রকাশ আসন্ন৷ ‘হার্ট অব স্টোন’ ছবি দিয়ে বলিউড অভিযান শুরু করবেন কপূরকন্যা৷ তাঁর বিপরীতে থাকবেন গ্যাল গ্যাডোট৷ এছাড়াও তাঁর একাধিক ছবির মুক্তি আসন্ন৷
advertisement
আরও পড়ুন : হিমালয়ের কোলে 'বিশ্বের সর্বোচ্চ উচ্চতার' শিব মন্দির! ভারতের অবিশ্বাস্য সৌন্দর্যে মুগ্ধ নরওয়ের কূটনীতিক
আরও পড়ুন : বেবিবাম্প নিয়েই ফ্যাশনিস্তা আলিয়া ভাট, মেটালিক গাউনে নজরকাড়া নায়িকা
বলিউডে এ বছর আলিয়ার একাধিক ছবি মুক্তি পেয়েছে৷ ‘আরআরআর’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-তাঁর সব ছবিই বক্সঅফিসে মাঝারি সাফল্য পেয়েছে৷ পাশাপাশি আলিয়া অভিনীত এবং সহ-প্রযোজিত ‘ডার্লিংস’-ও প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে৷ নেটফ্লিক্সেও দর্শকমহলে সমাদৃত হয়েছে ‘ডার্লিংস’৷