TRENDING:

কথার মাঝেই গর্ভস্থ শিশুর নড়াচড়া অনুভব, পুরস্কার মঞ্চে আটপৌরে সুখানুভূতি আলিয়ার

Last Updated:

Alia Bhatt : আটপৌরে কথকতায় উঠে আসে গর্ভস্থ শিশুর নড়াচড়ার প্রসঙ্গও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : সিঙ্গাপুরে এক পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে সম্প্রতি হাজির ছিলেন আলিয়া ভাট৷ সেখানে তাঁর কথা জয় করে নিয়েছে অনুরাগীদের মন৷ ছবির দুনিয়ায় তাঁর যাত্রাপথ নিয়ে বলেন আলিয়া৷ বানান নিয়ে উচ্চারণে সমস্যাও তুলে ধরেন৷ আটপৌরে কথকতায় উঠে আসে গর্ভস্থ শিশুর নড়াচড়ার প্রসঙ্গও৷ নায়িকার কথায় ‘অবিরাম কিক’ দিয়ে চলেছে তাঁর গর্ভস্থ সন্তান৷ রণবীর ঘরনির কথায় ‘‘কিন্তু এখন আজ রাতে এই পুরস্কার আমার উপর গভীর প্রভাব ফেলেছে৷ আমি এবং আমার ছোট্ট সোনা, যে ক্রমাগত ধাক্কা দিয়ে চলেছে কথার মধ্যেই৷’’
ছবির দুনিয়ায় তাঁর যাত্রাপথ নিয়ে বলেন আলিয়া
ছবির দুনিয়ায় তাঁর যাত্রাপথ নিয়ে বলেন আলিয়া
advertisement

৫ বছর প্রেমপর্বের পর চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন রণবীর ও আলিয়া৷ তার দু’ মাস পরে জুনে ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান আলিয়া ভাট৷ কিছু দিন আগেই মুক্তি পেয়েছে রালিয়ার ছবি ‘ব্রহ্মাস্ত্র’৷ এটাই তাঁদের একসঙ্গে প্রথম ছবি৷ এই ছবির সেটেই তাঁদের প্রেমপর্বেরও সূত্রপাত৷ হলিউডেও আলিয়ার আত্মপ্রকাশ আসন্ন৷ ‘হার্ট অব স্টোন’ ছবি দিয়ে বলিউড অভিযান শুরু করবেন কপূরকন্যা৷ তাঁর বিপরীতে থাকবেন গ্যাল গ্যাডোট৷ এছাড়াও তাঁর একাধিক ছবির মুক্তি আসন্ন৷

advertisement

আরও পড়ুন : হিমালয়ের কোলে 'বিশ্বের সর্বোচ্চ উচ্চতার' শিব মন্দির! ভারতের অবিশ্বাস্য সৌন্দর্যে মুগ্ধ নরওয়ের কূটনীতিক

আরও পড়ুন :  বেবিবাম্প নিয়েই ফ্যাশনিস্তা আলিয়া ভাট, মেটালিক গাউনে নজরকাড়া নায়িকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বলিউডে এ বছর আলিয়ার একাধিক ছবি মুক্তি পেয়েছে৷ ‘আরআরআর’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-তাঁর সব ছবিই বক্সঅফিসে মাঝারি সাফল্য পেয়েছে৷ পাশাপাশি আলিয়া অভিনীত এবং সহ-প্রযোজিত ‘ডার্লিংস’-ও প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে৷ নেটফ্লিক্সেও দর্শকমহলে সমাদৃত হয়েছে ‘ডার্লিংস’৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
কথার মাঝেই গর্ভস্থ শিশুর নড়াচড়া অনুভব, পুরস্কার মঞ্চে আটপৌরে সুখানুভূতি আলিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল