আল পাচিনোর জ্যেষ্ঠ সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর৷ তাঁর মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট হলেন আল পাচিনোর প্রাক্তন প্রেমিকা৷ বেভারলি ডি এঞ্জেলোর সঙ্গে ছ’বছর সম্পর্কে ছিলেন অভিনেতা। তাঁদের যমজ সন্তান আছে। অ্যান্টন এবং অলিভিয়া। অভিনেতার বর্তমান প্রেমিকা নুরও অতীতে একাধিক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
আরও পড়ুন- ‘আর বিলম্ব নয়’! কিসের ইঙ্গিত দিলেন গায়িকা ইমন, পোস্ট ভাইরাল হতেই তোলপাড়
advertisement
আরও পড়ুন-লাল রঙের শিং পরে নতুন কাণ্ড ঘটালেন উরফি, ভিডিও দেখে লজ্জায় মুখ ঢাকবে নেটজনতা
জানা গিয়েছে, গত বছর এপ্রিল থেকে আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়়ান নুর। এ বার একসঙ্গে নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা। আল পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯-তে সপ্তম সন্তানের বাবা হয়েছেন। নবজাতকের মা টিফানি চেন বর্তমানে রবার্টের প্রেমিকা৷ সদ্যোজাত কন্যার নাম তাঁরা দিয়েছেন জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো৷