TRENDING:

Al Pacino becomes father of his fourth child: ৮৩-তে হলেন ৪র্থ সন্তানের বাবা! চর্চায় আল পাচিনো, প্রেমিকার লাস্যেও মাত সকলে

Last Updated:

Al Pacino becomes father of his fourth child: গত বছর এপ্রিল থেকে আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়়ান নুর। এ বার একসঙ্গে নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৮৩-তে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন হলিউড অভিনেতা আল পাচিনো। পিতৃত্বের স্বাদ পেলেন অভিনেতা। পুত্রসন্তানের বাবা হলেন তিনি। বান্ধবী নুর আলফাল্লাহ জন্ম দিলেন অভিনেতার চতুর্থ সন্তানের। পেশায় ছবির প্রযোজক ২৯ বছর বয়সি নুর গত বছর এপ্রিল থেকে ‘গডফাদার’ তারকা আল পাচিনোর সঙ্গে সম্পর্কে আছেন৷ দীর্ঘ দিন ধরেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে হলিউডের অন্দরমহলে৷
advertisement

আল পাচিনোর জ্যেষ্ঠ সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর৷ তাঁর মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট হলেন আল পাচিনোর প্রাক্তন প্রেমিকা৷ বেভারলি ডি এঞ্জেলোর সঙ্গে ছ’বছর সম্পর্কে ছিলেন অভিনেতা। তাঁদের যমজ সন্তান আছে। অ্যান্টন এবং অলিভিয়া। অভিনেতার বর্তমান প্রেমিকা নুরও অতীতে একাধিক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

আরও  পড়ুন- ‘আর বিলম্ব নয়’! কিসের ইঙ্গিত দিলেন গায়িকা ইমন, পোস্ট ভাইরাল হতেই তোলপাড়

advertisement

আরও পড়ুন-লাল রঙের শিং পরে নতুন কাণ্ড ঘটালেন উরফি, ভিডিও দেখে লজ্জায় মুখ ঢাকবে নেটজনতা

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

জানা গিয়েছে, গত বছর এপ্রিল থেকে আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়়ান নুর। এ বার একসঙ্গে নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা। আল পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯-তে সপ্তম সন্তানের বাবা হয়েছেন। নবজাতকের মা টিফানি চেন বর্তমানে রবার্টের প্রেমিকা৷ সদ্যোজাত কন্যার নাম তাঁরা দিয়েছেন জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Al Pacino becomes father of his fourth child: ৮৩-তে হলেন ৪র্থ সন্তানের বাবা! চর্চায় আল পাচিনো, প্রেমিকার লাস্যেও মাত সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল