তারকা আল পাচিনোর জ্যেষ্ঠ সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর৷ তাঁর মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট হলেন আল পাচিনোর প্রাক্তন প্রেমিকা৷ এছাড়াও আর এক প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি এঞ্জেলো যমজ সন্তান অ্যান্টন এবং অলিভিয়ার জন্ম দিয়েছেন আল পাচিনোর ঔরসে৷ ১৯৯৭ থেকে ২০০৩ পর্যন্ত বেভারলি এবং আল পাচিনোর প্রেম বজায় ছিল৷ পাশাপাশি, প্রযোজক নুর মহম্মদও এর আগে একাধিক সম্পর্কে ছিলেন৷ তাঁর প্রেমিকদের মধ্যে অন্যতম গায়ক মাইক জ্যাগার এবং ধনকুবের নিকোলাস বারগ্রুয়েন৷
advertisement
প্রসঙ্গত ‘গডফাদার ২’-এ আল পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে স্বাগত জানিয়েছেন সপ্তম সন্তানকে৷ নবজাতকের মা টিফানি চেন বর্তমানে রবার্টের প্রেমিকা৷ সদ্যোজাত কন্যার নাম তাঁরা দিয়েছেন জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো৷ এ বার প্রবীণ বয়সে পিতৃত্বকে স্বাগত জানিয়ে সহ-অভিনেতার পথে পা রাখতে চলেছেন আল পাচিনো-ও৷
আরও পড়ুন : ১১ লক্ষের বেশি প্রতারণা! ঠগবাজ প্রেমিককে জেলে পাঠিয়ে বিদেশে ছুটি কাটালেন প্রতারিত ৩ প্রেমিকা
অশীতিপর এই অভিনেতা গডফাদার সিরিজ ছাড়াও অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’-সহ হলিউডের একাধিক বক্সঅফিস সফল ছবিতে৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’, ‘দ্য আইরিশম্যান’, ‘হাউস অব গুচ্চি’, ‘দ্য পাইরেটস অব সোমালিয়া’, ‘ড্যানি কলিন্স’-এর মতো ছবিতে৷