TRENDING:

Throwback Picture of Aishwarya Rai: ২৭ বছর আগের ছবি, মাথায় বিশ্বসুন্দরীর মুকুট পরে মাটিতে বসে খাচ্ছেন ঐশ্বর্য

Last Updated:

এই ছবিটি শেয়ার করে এমি ক্যাপশনে লিখেছেন, “কুইন এবং আমার সবসময়ের প্রিয় তুমি”।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এক সুন্দরী আরেক সুন্দরীকে মনে করছেন। কথা হচ্ছে মডেল ও অভিনেত্রী এমি জ্যাকসন (Emi Jackson) ও প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। এমি নিজের Instagram হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন যেটা ১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড কনটেস্টে (Miss World Contest) ঐশ্বর্য রাইয়ের বিজয়ী হওয়ার পরে তোলা হয়েছিল। ছবিটিতে ঐশ্বর্যকে একটি মেরুণ রঙের শাড়ি ও সোনালি রঙের ব্লাউজ পরে তাঁর মা বৃন্দা রাইয়ের (Brinda Rai) সঙ্গে মেঝেতে বসে থাকা অবস্থায় দেখা গিয়েছে। যেখানে রাই সুন্দরী মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট পরে খাওয়ার থালায় ভাত, ডাল ইত্যাদি সহযোগে নিজের হাতেই খাওয়ার খাচ্ছেন।
advertisement

এই ছবিটি শেয়ার করে এমি ক্যাপশনে লিখেছেন, “কুইন এবং আমার সবসময়ের প্রিয় তুমি”। এমি নিজেও সৌন্দর্যের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। ২০১৯ সালে হওয়া মিস টিন ওয়ার্ল্ডের (Miss Teen World) বিজয়ী এই ব্রিটিশ সুন্দরী। এছাড়াও তিনি ২০১০ সালে মিস ইংল্যান্ডের (Miss England) রানার আপ হয়েছিলেন।

ঐশ্বর্য ১৯৯৪ সালে মিস ইন্ডিয়ার পেজেন্টে রানারআপ হয়েছিলেন। সেবার তিনি সুস্মিতা সেনের (Sushmita Sen) কাছে হেরে গিয়েছিলেন। ঐশ্বর্য এবং এমিকে রোবট (Robot) সিনেমার দুটি পার্টে দেখা গিয়েছিল। দুজনেই একই নায়ক রজনীকান্তের (Rajnikanth) সঙ্গে অভিনয় করেছিলেন। ঐশ্বর্যকে দেখা গিয়েছিল ২০১০ সালে রোবট ছবিতে আর এমিকে দেখা যায় ২০১৮ সালে রোবট ২.০ (Robot 2.0) তে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে ২০১৮ এর ছবি ফ্যানি খানে (Fanny Khan)। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন রাজকুমার রাও (Rajkumar Rao) ও অনিল কাপুর (Anil Kapoor)। ছবিটি বক্স অফিসে সেভাবে নাম করতে পারেনি। এরপরে তাঁকে দেখা যাবে মণি রত্নমের (Mani Ratnam) আগামী ছবি পন্নিয়ান সেলভানতে (Ponniyin Selvan)। কালকি কৃষ্ণমূর্তির (Kalki Krishnamurthi) একটি উপন্যাস অবলম্বনে এই ছবিটি চিত্রায়িত হবে। অন্যদিকে, এমি হোটিলিয়ার জর্জ পানায়োতুকে (George Panayiotou) বিয়ে করেছেন। তাঁদের একটি পুত্র সন্তান হয়েছে। তার নাম অ্যান্ড্রেয়াস (Andreas)। ২০১০ সালে এমি তামিল ছবি মাদ্রাসাপাত্তিনাম (Madrasapattinam) দিয়ে চলচ্চিত্র জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Throwback Picture of Aishwarya Rai: ২৭ বছর আগের ছবি, মাথায় বিশ্বসুন্দরীর মুকুট পরে মাটিতে বসে খাচ্ছেন ঐশ্বর্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল