TRENDING:

Aindrila Sharma: ঐন্দ্রিলা নেই আজ এক বছর! সব্যসাচীর সঙ্গে বিয়ের দিন ঠিক হয়েছিল কবে? জানালেন শিখা দেবী

Last Updated:

অন্ধকারেই হারিয়ে গেল একটা জীবন্ত আলো৷ চলে তো যেতেই হয়, সবাইকে একদিন৷ কিন্তু মাত্র ২৪টা বসন্ত দেখা একটা প্রাণবন্ত মেয়ের চলে যাওয়াকে অমোঘ সত্যির মতো করে মেনে নেওয়ার ক্ষমতা কারই বা আছে৷ ঐন্দ্রিলা নিজেও চেয়েছিলেন বাঁচতে৷ প্রাণভরে পৃথিবী দেখতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অন্ধকারেই হারিয়ে গেল একটা জীবন্ত আলো৷ চলে তো যেতেই হয়, সবাইকে একদিন৷ কিন্তু মাত্র ২৪টা বসন্ত দেখা একটা প্রাণবন্ত মেয়ের চলে যাওয়াকে অমোঘ সত্যির মতো করে মেনে নেওয়ার ক্ষমতা কারই বা আছে৷ ঐন্দ্রিলা নিজেও চেয়েছিলেন বাঁচতে৷ প্রাণভরে পৃথিবী দেখতে৷ গত বছর আজকের দিনেই শেষ হয়েছিল ঐন্দ্রিলা শর্মার লড়াই। ‘আয়ু লেখা’ হল হয়নি তাঁর৷ মৃত্যু তো হেরেই গিয়েছিল তার কাছে৷ কিন্তু আবার ফিরে এসেছিল৷ এবার আরও নিষ্ঠুর হয়ে৷
advertisement

প্রার্থনা করেছিল সবাই- এ লড়াই থামুক জীবনের জয়ে৷ ঐন্দ্রিলা হয়ে উঠেছিল কত অচেনা অজানা মানুষের মেয়ে৷ তার সঙ্গে একই আকাশের নীচে বাঁচতে চেয়েছিল কত হেরে যাওয়া মানুষ৷ ঐন্দ্রিলা নিজেও বিশ্বাস করতেন, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া৷ আজ সবটাই শেষ হয়তো৷ পরপর দুবার ক্যানসার, ব্রেন স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগের কাছে হেরেই গেল সব প্রার্থনা, নিরলস চিকিৎসা৷

advertisement

স্মৃতি ফিকে হয় সময়ের সঙ্গে সঙ্গে। জীবনের ধর্ম বোধ হয় এটাই। কিন্তু মায়ের কাছে সন্তান শোকের থেকে বড় শোক আর কিছু নেই। সব ঠিক থাকলে আর চার মাস পরেই বিয়ে হত ঐন্দ্রিলা সব্যসাচীর। শিখা শর্মা বলেন, ‘২০২৩-এর ১২ মার্চ ওদের বিয়ের ঠিক হয়েছিল। শুধু রেজিস্ট্রি ম্যারেজ করে, খুব কাছের লোকজনকে নিয়ে ঘরোয়া অনুষ্ঠান। সব্যসাচী নভেম্বরে বিয়ে করতে চেয়েছিল।  ঐন্দ্রিলা বলেছিল, না মা চুলটা আরও একটু বড় হোক, সুন্দর হয়ে তারপর সাজব।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আমি ভালবাসি যারে, সে কী কভু আমা হতে দূরে যেতে পারে…’ সব্যসাচীর মতো আমরাও ভেবেছিলাম এমনই৷ সব্যসাচী ঐন্দ্রিলার মধ্যে থাকা আরও একটা প্রাণশক্তির নাম৷ প্রেমিক শব্দটা বোধ হয় বড়ই ছোট তাঁর জন্য বলার৷ বরং ঐন্দ্রিলার সহযোদ্ধাই ছিলেন তিনি৷ তাঁর বিশ্বাস ছিল নিজের হাতে ফিরিয়ে নিয়ে যাবেন ঐন্দ্রিলাকে৷ লড়াই চালাতে চালাতে প্রার্থনা করেছিলেন অলৌকিকেরও৷ “আমার ঐন্দ্রিলা আছে, প্রচন্ডভাবে আছে… ঠিক ফিরে আসবে৷ ওর একা থাকতে বিরক্ত লাগে৷” তাঁর এক একটা লেখায় ভরসা পাচ্ছিল কত লক্ষ কোটি মানুষ৷ কিন্তু সেই বিশ্বাসও ফুরলো৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aindrila Sharma: ঐন্দ্রিলা নেই আজ এক বছর! সব্যসাচীর সঙ্গে বিয়ের দিন ঠিক হয়েছিল কবে? জানালেন শিখা দেবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল