TRENDING:

বিয়ের পরে জল বাতাসা দিয়ে কর্মক্ষেত্রে সহকর্মীদের বরণ অভিনেত্রীকে, তুমুল গতিতে ভাইরাল

Last Updated:

শুধুই বিয়ের দিনই নয়, আইবুড়ো ভাত, মেহেন্দি, গায়ে হলুদ থেকে আশীর্বাদ, প্রতিটি অনুষ্ঠানই ছিল সুপারহিট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ প্রিয়ম চক্রবর্তী ৷ সাত পাকে বাঁধা পড়লের তাঁর সহকর্মী ও বন্ধু শুভজিতের সঙ্গে ৷ গত ১২ ডিসেম্বর বিয়ে হল টলিউডের মোস্ট হ্যাপেনিং কাপলের ৷ তবে রেজিস্ট্রিটা প্রায় তিন বছর আগেই সেরে ফেলেছিলেন প্রিয়ম-শুভজিৎ ৷ আনুষ্ঠানিক বিয়ের আসরে ছিল বেশ চমক ৷ শুধুই বিয়ের দিনই নয়, আইবুড়ো ভাত, মেহেন্দি, গায়ে হলুদ থেকে আশীর্বাদ সব কিছুতেই ছিল এক অন্য ভাললাগার পরিবেশ ৷ প্রতিটি অনুষ্ঠানই বিশেষ নজর কেড়েছিল ৷ লাল বেনারসিতে অপরূপা লাগছিল প্রিয়মকে ৷
advertisement

বাঙালির প্রতি রীতিমীতি মেনেই বিয়ে হয়েছে তাঁদের ৷ প্রিয়ম-শুভজিতের বিয়ের প্রতিটি ইভেন্টই সোশ্যাল মিডিয়ায় সুপারহিট ৷ প্রিয়মের শ্বশুরবাড়ি নৈহাটিতে সোনা গিয়েছে বিয়ের পর তিনি সেখানেই থাকবেন ৷ শাখালপা পড়ার ছবি প্রিয়ম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ সহকর্মী অর্থাৎ কাজের সূত্রেই প্রিয়মের আলাপ শুভজিতের সঙ্গে তারপরেই গাঢ় বন্ধত্ব, অবশেষে সেই ভালাগার বন্ধুত্ব ভালবাসাতে পরিণত হওয়া ৷ তার পরিণতি বিয়েতেই সুসম্পন্ন হল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

সব থেকে বড় বিষয় শুভজিৎও মেহেন্দি পরেছেন, এমন ছবি দেখতে পাওয়া গিয়েছে ৷ তাঁদের বিয়েতে যেন চাঁদের হাট বসেছিল ৷ আমাদের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা ৷ সুখী হোক জীবন প্রিয়ম ও শুভজিতের দাম্পত্য জীবন ৷ জীবনের এই গুরুত্বপূর্ণ কাজ সেরে প্রিয়ম ফের কাজে ফিরেছেন ৷ আর তার কাজে যোগ দেওয়ার পরেই রীতিমত বরণ করে নেওয়া হল ৷ সেই ভিডিওই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের পরে জল বাতাসা দিয়ে কর্মক্ষেত্রে সহকর্মীদের বরণ অভিনেত্রীকে, তুমুল গতিতে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল