বাঙালির প্রতি রীতিমীতি মেনেই বিয়ে হয়েছে তাঁদের ৷ প্রিয়ম-শুভজিতের বিয়ের প্রতিটি ইভেন্টই সোশ্যাল মিডিয়ায় সুপারহিট ৷ প্রিয়মের শ্বশুরবাড়ি নৈহাটিতে সোনা গিয়েছে বিয়ের পর তিনি সেখানেই থাকবেন ৷ শাখালপা পড়ার ছবি প্রিয়ম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ সহকর্মী অর্থাৎ কাজের সূত্রেই প্রিয়মের আলাপ শুভজিতের সঙ্গে তারপরেই গাঢ় বন্ধত্ব, অবশেষে সেই ভালাগার বন্ধুত্ব ভালবাসাতে পরিণত হওয়া ৷ তার পরিণতি বিয়েতেই সুসম্পন্ন হল ৷
advertisement
সব থেকে বড় বিষয় শুভজিৎও মেহেন্দি পরেছেন, এমন ছবি দেখতে পাওয়া গিয়েছে ৷ তাঁদের বিয়েতে যেন চাঁদের হাট বসেছিল ৷ আমাদের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা ৷ সুখী হোক জীবন প্রিয়ম ও শুভজিতের দাম্পত্য জীবন ৷ জীবনের এই গুরুত্বপূর্ণ কাজ সেরে প্রিয়ম ফের কাজে ফিরেছেন ৷ আর তার কাজে যোগ দেওয়ার পরেই রীতিমত বরণ করে নেওয়া হল ৷ সেই ভিডিওই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷