TRENDING:

ছেলে আদিত্যর বিয়েতে তুমুল নাচ মায়ের ! রাস্তা জুড়ে নাচলেন বরযাত্রীরা !

Last Updated:

বহুদিনের বান্ধবী শ্বেতাকে বিয়ে করছেন উদিত নারায়ণের ছেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  আজ আদিত্য নারায়ণের বিয়ে। পাত্রী শ্বেতা আগরওয়াল। এ কথা সবার মোটামোটি জানা। কয়েকদিন আগেই বিয়ে হয়েছে নেহা কক্করের। নেহা রোহনের হনিমুনও হয়ে গিয়েছে। আর আজ বিয়ে সেরে ফেললেন আদিত্য নারায়ণ। যদিও কয়েক মাস আগে জোর চর্চা হয়েছিল আদিত্যর সঙ্গে নেহার বিয়ে নিয়ে। যদিও পুরো বিষবটাই ছিল গুজব। গানের অ্যালবামের প্রোমোশনের জন্য এই কাণ্ড করেছিলেন তাঁরা। যাই হোক সেসব এখন অতীত। নেহার বিয়ের এক মাসের মধ্যেই আদিত্যর বিয়ে তাই চর্চা তো চলছিলই। বহুদিনের বান্ধবী শ্বেতাকে বিয়ে করছেন উদিত নারায়ণের ছেলে।
advertisement

আজ নিজেদের বাড়ি থেকে বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ি রওনা হলেন। সঙ্গে ছিলেন তাঁর বাবা উদিত নারায়ণ ও মা। মজার বিষয় হল বিশাল বরযাত্রী নাচতে নাচতে চলল বিয়ে করতে। আদিত্যর মা দাঁড়িয়েছেন ছেলের পাশে। তাঁকে এসে বলার পর তিনিও নাচতে শুরু করেন। এর পর নাচতে নাচতেই ছেলের বারাত নিয়ে গেলেন তাঁরা।

advertisement

এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এই নাচ। দারুণ এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। বহু মানুষ আদিত্যকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছেলে আদিত্যর বিয়েতে তুমুল নাচ মায়ের ! রাস্তা জুড়ে নাচলেন বরযাত্রীরা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল