সম্প্রতি নেটফ্লিক্সের ডক্যুসিরিজে 'দ্য রোম্যান্টিকস'-এ স্বজনপোষণ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আদিত্য। 'ডিডিএলজে'-র পরিচালক মনে করেন, একজন অভিনেতার সাফল্য নির্ধারণ করে দর্শক। তারকাসন্তান হলেই যে সাফল্য বাধাধরা, বিষয়টি মোটেই তেমন নয়। উদাহরণ দিতে গিয়ে নিজের ভাইয়ের প্রসঙ্গ তোলেন তিনি।
আদিত্য বলেন, "উদয় একজন অভিনেতা। কিন্তু ও সফল অভিনেতা নয়। ও একজন বড় প্রযোজকর ছেলে। একজন সফল পরিচালকের ভাই। যশরাজ ফিল্মস প্রচুর নবাগতকে সুযোগ দিয়েছে। কিন্তু আমরা ওকে তারকা বানাতে পারিনি।"
advertisement
আরও পড়ুন: নিওন বিকিনিতে নাভিতে বালি মেখে পোজ সারার, ছবি নিমেষে ভাইরাল
আরও পড়ুন: বডিকন মিনি ড্রেসে উপচে পড়ছে যৌবন, দিশাকে দেখে কুপোকাত অনুরাগীরা
ফিল্মি পরিবারে বেড়ে ওঠা। শৈশব থেকেই অভিনেতা হতে চেয়েছিলেন উদয়। কিন্তু একাধিক সুযোগ পেয়েও অভিনেতা হিসেবে বিশেষ কিছু করে উঠতে পারেননি উদয়। ভাইয়ের এই ব্যর্থতা প্রসঙ্গে আদিত্য বলেন, "আমরা কেন ওকে তারকা বানাতে পারলাম না? কারণ শেষমেশ দর্শকই ঠিক করবে পর্দায় তাঁরা কাকে দেখতে চান। এটা আর অন্য কেউ ঠিক করে দিতে পারবে না।"
'মহব্বতে' ছবিতে হাতেখড়ি উদয়ের। এর পর একাধিক ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেননি উদয়। এর পরেই অভিনয় জগত থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।