বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munshi) অবশ্য তাঁর নন্দদের পাতে নিজের হাতে পরিবেশন করলেন খিচুড়ি, কয়েক রকম ভাজা, পায়েস-সহ নানা পদ ৷ প্রতি বছর মহা সমারোহে জন্মাষ্টমী পালন করেন অদিতি ৷ পর দিন থাকে নন্দ উৎসব ৷ তাঁর নন্দদুলালরা কেউ মাটির মূর্তি নয়, তারা সকলেই শিশু ভোলানাথ ৷ তাদের সামনে থালায় নিজের হাতে অন্ন পরিবেশনেই নন্দ উৎসবের সার্থকতা খুঁজে পান বিধায়ক শিল্পী ৷
advertisement
নন্দদের হাসিমুখ দেখতে অদিতি মঙ্গলবার পৌঁছে গিয়েছিলেন এক বিশেষ ঠিকানায় ৷ সেখানে একসঙ্গে বড় হচ্ছে অনেক কচিকাঁচা ৷ পিছিয়ে পড়া পরিবারের এই মুখগুলোর সামনে বড় হওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা, চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল সার বেঁধে ৷ তাদের পাশে দাঁড়িয়ে নতুন আশার আলো দেখাচ্ছে এক বিশেষ সংস্থা ৷ তাদের অন্যতম উদ্যোগী অদিতি ৷
তিনি এতদিন ছিলেন ব্যস্ত শিল্পী ৷ এ বছর তার সঙ্গে যোগ হয়েছে জনপ্রতিনিধির ব্যস্ততা ৷ তার মাঝেই রীতি মেনে পালন করলেন জন্মাষ্টমী ৷
ইনস্টাগ্রামে অদিতি শেয়ার করেছেন তাঁর বাড়িতে সাতজন গোপালমূর্তিকে দুধ ও গঙ্গাজলে স্নান করানোর রিল ভিডিয়ো ৷ তার পর যত্ন করে তাঁর সাত গোপালকে পরিয়ে দিয়েছেন নতুন পোশাক ৷ প্রতি বছরের মতো এ বারও তাঁর বাড়িতে জন্মাষ্টমী তিথিতে রান্না করা হয়েছে হরেক রকম ভোগ ৷ সেখানে সনাতনী ভোগপ্রসাদের মাঝে সাজিয়ে দেওয়া হয় চকোলেটও ৷
বিভিন্ন ধরনের গানে শ্রোতাদের হৃদয় জয় করে নিলেও অদিতি মূলত কীর্তনশিল্পী ৷ তাঁর উচ্চশিক্ষাও কীর্তন নিয়েই ৷ আশৈশব বাড়িতে কীর্তন শুনেই তাঁর সঙ্গীতের এই ধারার প্রতি আকর্ষণ জন্মায় ৷ কীর্তনের সুরে শ্রোতাদের মন আবিষ্ট করা অদিতি নিজেও বিভোর কৃষ্ণপ্রেমে ৷ যে প্রেমের মূলমন্ত্র শিবজ্ঞানে জীবসেবা ৷