আরও পড়ুনঃ রুটি খেয়েই তরতরিয়ে কমবে ইউরিক অ্যাসিড! এইভাবে ‘বানালেই’ ম্যাজিক, রুটি পুরো পুষ্টিতে ভরপুর
মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে রয়েছেন সইফ আলি খান। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি বিপদসীমার বাইরে। কিন্তু মায়ের মনে সন্তানদের জন্য দুশ্চিন্তা কখনও কমে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলেকে দেখতে হাসপাতালে পৌঁছলেন শর্মিলা ঠাকুর।
advertisement
আরও পড়ুনঃ হাতেনাতে ফল! ৭দিনে গায়েব ‘ব্যথা’! বাড়ির পাশের এই ‘গাছের’ পাতাই গাঁটের ‘প্রতিরোধী’
আজ, বৃহস্পতিবার সকাল থেকেই লীলাবতী হাসপাতালের বাইরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। পরিবারের সদস্যেরা ছাড়াও, সইফকে দেখতে গিয়েছিলেন শাহরুখ খান, রণবীর কপূর। সন্ধ্যায় হাসপাতালের সামনে সাদা গাড়ি থেকে নামতে দেখা যায় শর্মিলা ঠাকুরকে। শর্মিলা ঠাকুরের পরনে ছিল সাদা সালোয়ার-কামিজ। গায়ে জড়ানো ছিল কালো শাল। তবে গাড়ি থেকে নেমেই সরাসরি হাসপাতালের ভেতরে চলে যান বর্ষীয়ান অভিনেত্রী।