এই মিউজিক ভিডিও জুড়ে এক ঝাঁক নতুন খবর! একদিকে যেমন মনামীর গানের ডেবিউ হচ্ছে এই মিউজিক ভিডিওর মাধ্যমে, অন্যদিকে তেমনি এই মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করছেন তিনি। মিউজিক ভিডিও টি এক অভিনব গল্প শোনাবে দর্শকদের৷ মিউজিক ভিডিওর পরিচালনা ও করিয়োগ্রাফিতে রয়েছেন সৈকত বারুরি, চিত্র গ্রহণে রয়েছেন এমজয়, গানের সুর করেছেন ম্যাক মল্লার, কথা লিখেছেন সোমরাজ। মিউজিক ভিডিওতে নতুন অবতারে দেখা যাবে মনামীকে, সঙ্গে গানেও রয়েছেন তিনিই।
advertisement
মিউজিক ভিডিওর বিষয়ে মনামী জানালেন, "সমস্ত ভিটামিনের তো কিছু না কিছু উপকারিতা রয়েছে, তেমনই ভিটামিন এম আসলে মন ভাল করার ভিটামিন। কী এমন আছে এই ভিটামিন এম এ? সেটা বিস্তারিত জানতে গেলে অপেক্ষা করতে হবে রিলিজ পর্যন্ত। এই মিউজিক ভিডিও নতুনত্বে ঘেরা, জানিয়েছেন অভিনেত্রী। এই মিউজিক ভিডিওতে গান করেছেন মনামী৷ যদিও নিজেকে গায়িকা না বলে পারফর্মার বলতেই বেশি সচ্ছন্দ্য বোধ করেন তিনি। এই মিউজিক ভিডিওর মাধ্যমে প্রযোজনায় পা রেখেছেন তিনি৷
মনামীর কাছে ভিটামিন এম হল স্বপ্নের বাস্তবায়নের গল্প৷ তিনি বলছেন, এই মিউজিক ভিডিওতে এমন এক স্বপ্ন অভিযান দেখানো হবে যা অনুপ্রাণিত করবে অনেককে। মিউজিক ভিডিওতে যে ধরণের সেট ব্যবহার করা হয়েছে, আলোর যেমন ব্যবহার হয়েছে সেটাও ভীষণ নতুন। অনেক পরিশ্রম করে এই মিউজিক ভিডিও তৈরি করেছি আমরা। আশা করি দর্শকদের এই মিউজিক ভিডিও ভালো লাগবে।।" জুলাই মাসের ৬ তারিখে মুক্তি পেতে চলেছে মনামীর মিউজিক ভিডিও ভিটামিন এম।