বেশ কয়েক বছর ধরে একা বসবাস করছিলেন তিনি। একাধিক স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর কারণ এবং সঠিক সময় নির্ধারণের জন্য ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টার থেকে পোস্ট-মর্টেম হলে কারণ নিশ্চিত হবে।
তাঁর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে তাঁর বাড়ি থেকে কোনও সাড়াশব্দও পাওয়া যায়নি। তারপরেই প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা দুর্গন্ধও পাচ্ছিলেন। পরে পচাগলা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। কিন্তু ঠিক কী কারণে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে রেখেছিলেন, কেনই বা এই অস্বাভাবিক মৃত্যু, সবটাই অবশ্য তদন্ত সাপেক্ষ। পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও সঠিক কারণ উদ্ধার হয়নি পাওয়া যায়নি।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 21, 2025 9:03 AM IST