TRENDING:

Popular Actor Death: মাঝরাতেই সব শেষ...! চলে গেলেন কিংবদন্তি, বিখ্যাত অভিনেতার মৃত্যুতে বিনোদন জগতে বিরাট ক্ষতি, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

Last Updated:

Popular Actor Death: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ কিংবদন্তি তারকা প্রেম নাজিরের ছেলে তথা জনপ্রিয় মালয়ালম অভিনেতা শানাভাস সোমবার রাতে তিরুবনন্তপুরমে মারা গেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ কিংবদন্তি তারকা প্রেম নাজিরের ছেলে তথা জনপ্রিয় মালয়ালম অভিনেতা শানাভাস সোমবার রাতে তিরুবনন্তপুরমে মারা গেছেন। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭১ বছর৷
News18
News18
advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কিডনির সমস্যা নিয়ে ভুগছিলেন অভিনেতা৷ তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পরেই মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শানাভাস আকাশবাণীর কাছে একটি ফ্ল্যাটে থাকতেন।

আরও পড়ুন-‘দেহব্যবসা করেই সব শেষ…!’ দু’বার বিয়ে-ডিভোর্স, মদ্যপানে নষ্ট লিভার, অসহ্য নরকযন্ত্রণায় ৩৪ বছরে অকালে মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, বলুন তো কে?

advertisement

১৯৮১ সালে চেন্নাইয়ের নিউ কলেজে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করার সময় বালচন্দ্র মেনন পরিচালিত ‘প্রেমাগীথাঙ্গল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন শানাভাস। তখন তিনি কেবল একজন বিখ্যাত পদবিধারী ছাত্র ছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের পরিচয় তৈরি করে নেন। শানাভাস মালয়ালাম এবং তামিল জুড়ে ৯৬টি ছবিতে অভিনয় করেছিলেন, চার দশকেরও বেশি সময় ধরে তাঁর কেরিয়ারে রোমান্টিক চরিত্র থেকে জটিল খলনায়ক পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

advertisement

আরও পড়ুন-অগাস্টেই লাগবে ‘লটারি’…! গ্রহরাজ বুধের রাজকীয় চালে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৪ রাশি হবেন ‘রাজা’, দু-হাত ভরে উপচে পড়বে টাকা-পয়সা-সম্পত্তি, মিলবে কুবেরের ধন

‘প্রেমাগীথাঙ্গল’, ‘মিলানজি’, ‘মৌনা রাগাম’ ‘মনিথালি’, ‘গানম’, আজি’, ‘মহারাজাভু’ ‘হিমাম’, ‘চিত্রম’, ‘কোরিথারিচা নাল’ এবং আরও অনেক ছবিতে তার উল্লেখযোগ্য নজরকাড়া ছিল। মোহনলাল অভিনীত ‘চায়না টাউন’ চলচ্চিত্রটি দীর্ঘ বিরতির পর ২০১১ সালে সুপারহিট হয়। শানাভাস তার বাবা প্রেম নাজিরের সঙ্গে সাতটি ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন, যার শুরু ‘ইভান ওরু সিংহম’ দিয়ে।

advertisement

চলচ্চিত্রের পাশাপাশি, শানাভাস বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর চলে যাওয়া কেবল তার কেরিয়ারের সমাপ্তি নয়, বরং মালয়ালাম সিনেমার স্বর্ণযুগের সঙ্গে একটি সংযোগের নীরব বিলীন হয়ে যাওয়ার লক্ষণ। পৃথ্বীরাজ অভিনীত তাঁর শেষ ছবি ‘জন গণ মন’ দেখিয়েছিল যে তার পর্দার ক্যারিশমা কতটা অক্ষুণ্ণ ছিল। থ্রিলার ড্রামা ছবিটি পরিচালনা করেছিলেন ডিজো জোসে অ্যান্টনি এবং ২০২২ সালে মুক্তি পায়। চিরাইঙ্কিঝু, ইয়েরকাড এবং চেন্নাইতে শিক্ষিত শানাওয়াস শিক্ষা ও শিল্প উভয় ক্ষেত্রেই নিবেদিতপ্রাণ ছিলেন। পর্দার বাইরে একজন শান্ত, চিন্তাশীল ব্যক্তিত্বের অধিকারী, তাঁর সঙ্গে কাজ করা লোকেরা তাঁকে নম্র এবং আন্তরিক হিসেবে স্মরণ করতেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Popular Actor Death: মাঝরাতেই সব শেষ...! চলে গেলেন কিংবদন্তি, বিখ্যাত অভিনেতার মৃত্যুতে বিনোদন জগতে বিরাট ক্ষতি, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল