সম্প্রতি শিমলার পুলিশ অধিকর্তা ওমপতি জামওয়াল জানান, অভিনেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযোগ পাওয়ার পর থেকেই চলছিল তদন্তর কাজ । অভিযোগকারিকে তলব করার সম্ভাবনাও রয়েছে, যেহুতু তিনি শুধু ই-মেল-এই অভিযোগ জানিয়েছিলেন। জবানী নথিভুক্ত করতে ডাকা হবে অভিনেতাকেও।
অভিযোগে ৬৫ বছরের ওই বৃদ্ধা জানিয়েছিলেন, ৪৭ বছর আগে, ১৯৭১ সালে, শিমলায় এই ঘটনাটি ঘটে। সেই সময় তাঁর বয়স ছিল ১৮, জিতেন্দ্রর ২৮। শিমলায় একটি সিনেমার শুটিং করছিলেন জিতেন্দ্র। তিনি তাকে নয়া দিল্লি থেকে শিমলায় ডেকে পাঠান। শুটিং শেষে রাতে, তার ঘরে এসে, দুটো খাট একসঙ্গে জুড়ে, শ্লীলতাহানী করেন জিতেন্দ্র ।
advertisement
বৃদ্ধা পুলিশকে এও জানান, "পরিবার, মা, বাবার কথা ভেবেই এতদিন চুপ করেছিলাম। কিন্তু মনের ব্যথা আর চেপে রাখতে পারছি না ! নিজের প্রতি এই অপমানকে সবার সামনে আনতে চাই !" সঙ্গে এও বলেন, কোনওভাবেই যেন তাঁর নাম বা চেহারা প্রকাশ্যে না আসে ৷
জিতেন্দ্র অবশ্য জানিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ।