আরও পড়ুন Tarun Majumdar-Sandhya Roy: সকাল থেকে খাননি কিছুই, তরুণ মজুমদারকে হারিয়ে ঘুমও ভুলেছেন সন্ধ্যা রায়
গৌরব চট্টোপাধ্যায়, বাংলা ছবি এবং ধারাবাহিক জগতের জনপ্রিয় মুখ৷ উত্তম কুমারের নাতি হিসেবে নয়, নিজের যোগত্যা দিয়েই ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি৷ আর তাঁর পথ চলা শুরু হয় পরিচালক তরুণ মজুমদারের ছবি দিয়েই৷ তাই পরিচালকের মৃত্যুতে আবেগঘন পোস্ট করেছেন গৌরব৷ তিনি লিখছেন, "আমায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে আসার জন্য এবং শিক্ষকের মতো আগলে রাখার জন্য ধন্যবাদ৷ আমি আপনার কাছে চিরঋণী৷ আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব৷ আপনার আত্মার শান্তি কামনা করি৷"
advertisement
বিগত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তরুণ মজুমদার। বিগত কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরিচালক। সঙ্কটজনক হলেও স্থিতিশীল ছিল তাঁর শারীরিক অবস্থা। কিন্তু রবিবার হঠাৎই ফের শারীরিক অবনতি হয় তাঁর। হঠাৎ সেকেন্ডারি ইনফেকশন হয় বর্ষীয়ান পরিচালকের। বেশ কয়েকদিন লড়াই করার পরে সোমবার সকাল ১১.১৭ মিনিটে শেষ হয় সব লড়াই৷ উত্তম-সুচিত্রার চাওয়া পাওয়া দিয়ে শুরু চলচ্চিত্র পরিচালনা ৷ একের পর এক ছবিতেই তরুণ মজুমদার রেখেছেন ভাললাগার এক অন্য মাত্রা৷ শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা সহ আরও অসংখ্য ছবি মন ভরিয়েছে দর্শকদের ৷ জীবনের নানান চড়াই উতরাইয়ের সাক্ষী তরুণ মজুমদার ৷ পেয়েছেন পদ্মশ্রী সম্মান৷ চলচ্চিত্রের পাশাপাশি বঙ্কিম চন্দ্রের উপন্যাস দুর্গেশনন্দিনী ধারাবাহিককে সফলরূপে রূপদান করেছিলেন তরুণ মজুমদার ৷