খুবই সুন্দর এবং সুরেলা ছবির গল্প৷ ছবি নিয়ে আলোচনায় News18 বাংলারর ফেসবুক লাইভে এসে গৌরব জানান এই ছবিতে তাঁর কাজের অভিজ্ঞতা৷ তবে এই ধরনের গল্প কি শুধুমাত্র শহুরে মানুষের মন ছুঁয়ে যাবে? ব্রাত্য থেকে যাবে গ্রাম বাংলার মানুষ? এই প্রশ্নের উত্তরে গৌরব জানান যে এই ছবিতে সব রকম রসদ রয়েছে৷ এভাবে পার্থক্য করা ঠিক হবে না৷
advertisement
একই সঙ্গে বাংলা ছবির ব্যবসা নিয়ে নিজের মত প্রকাশ করেন গৌরব৷ "মাল্টিস্টারার ছবির যুগ৷ একসঙ্গে বড় বড় স্টাররা কাজ করলে ছবি হিট হবে৷ বাণিজ্যিক ছবি ছাড়া হিট ছবি হওয়া মুশকিল", মেনে নেন পুণে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র গৌরব চক্রবর্তী৷ তিনি স্বপ্ন দেখেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে RRR-র মত ছবি হবে, এবং তাতেই আসবে বিপুল ব্যবসা৷ "দর্শক হিসেবে অপেক্ষা করছি কবে দেব আর জিৎ একসঙ্গে ছবি করবেন৷ খুব মজা করে ছবি দেখতে যাব," সোজা সাপটা কথা গৌরবের৷ "যে কোনও ইন্ডাস্ট্রিতে মেনস্ট্রিম ছবিই একমাত্র লাভের মুখ দেখায়," স্পষ্ট করেছেন গৌরব৷
আরও পড়ুন Gaurav Chakrabarty - Arjun Chakrabarty : লোকে বলে ভাই অসাধারণ অভিনয় করে, আমার গর্ব হয়: গৌরব
তাঁর কথায় "বাংলা ছবির মধ্যে একধরনের বুদ্ধিদীপ্ত বিষয় থাকে৷ যা সাধারণ মানুষ দেখতে পছন্দ করেন এবং সেভাবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতি রয়েছে৷" জানিয়েছেন গৌরব৷ বাঙালি সৃজনশীলতা বাঙালির গর্ব এবং সেই ছাপ ছবিতে পড়বে না তা হয় না৷ "এমন ছবি সবসময় বিশাল ব্যবসা না করতে পারলেও বাংলা ছবি মান বাড়িয়েছে, বাংলা ছবিকে ছড়িয়ে দিয়েছে বিশ্বের দরবারে৷ তাই ব্যবসায়ীক ছবি যেমন থাকবে, তেমনই বাংলা মানুষের মন ছুঁয়ে যেতে একটু অন্যরকম ছবিও তৈরি হবে৷" বলছেন বিসমিল্লার শিবু৷
অর্থাৎ বাণিজ্যিক ছবির পাশাপাশি উচ্চমানের ছবি, দু’য়ের একটা মিশেল চাক্ষুষ করেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি৷ যে কোনও ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতির জন্য দুই ধারার ছবিই গুরুত্বপূর্ণ৷ বাংলা ইন্ডাস্ট্রিও ব্যতিক্রম নয়, মত গৌরব চক্রবর্তীর৷