TRENDING:

থিয়েটারে ডেবিউ করছেন আবির চট্টোপাধ্যায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: থিয়েটারে ডেবিউ করতে চলেছেন আবির চট্টোপাধ্যায়। বাবা ফাল্গুনি চট্টোপাধ্যায় ও মা রুমকি চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘ছু মন্তর’নাটকে দেখা যাবে তাঁকে। তবে একটি ড্রিম সিক্যুয়েন্স-এ অভিনয় করবেন আবির। বিষয়টা একটু বিস্তরে জেনে নেওয়া যাক।
advertisement

বাবা-মা থিয়েটার অভিনেতা। ছেলেবেলা মোটামুটি কেটেছে অ্যাকাডেমি, নন্দন চত্বরে। অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিলেন তিনি। তবে ছোট পর্দা। তারপর হলেন মাল্টিপ্রেক্স স্টার। মঞ্চে সে ভাবে আসা হল না। আবির চট্টোপাধ্যায়। অভিনয় জীবনের বেশ কয়েকটা সিঁড়ি পার করে মঞ্চে পা রাখতে চলেছেন আবির। লোককৃষ্টি-র আগমী নাটকে বিশেষ ভাবে দেখা যাবে আবিরকে।

advertisement

আবিরএখন স্টার। হাতে প্রচুর ছবি। রোজ-রোজ মহরা দেওয়া বা প্রতিটা শো-এ অভিনয়ও বা করবেন কী করে? জটিল ব্যাপারটা। নাটকে অভিনয় করছেন বটে তবে ব্যাপারটা সিনেমার মতো। আবির একটি ড্রিম সিক্যুয়েন্স-এ অভিনয় করছেন। যেটা ক্যামেরা বন্দি করা হবে। তাই প্রতি শো-এ থাকতে হবে না তাঁকে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাবা-মা ছোট থেকে চাইতেন, ছেলে থিয়েটারের স্বাদ উপভোগ করুক। এতদিনে সেই ইচ্ছে পূর্ণ হতে চলেছে। মঞ্চে আবিরের ডেবিউ নিয়ে বেশ একসাইটেড রুমকি ও ফাল্গুনি চট্টোপাধ্যায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
থিয়েটারে ডেবিউ করছেন আবির চট্টোপাধ্যায়