TRENDING:

Abhishek Bachchan : আরাধ্যাকে ট্রোল করলে সহ্য করবেন না অভিষেক! বললেন, 'যা বলার মুখের উপর বলুন'

Last Updated:

Abhishek Bachchan : মেয়ে আরাধ্যাকে (Aradhya) নিয়ে ট্রোল করলে যে বিষয়টি একেবারেই মেনে নেবেন না তা স্পষ্ট করে দিলেন অভিষেক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সোশ্যাল মিডিয়া তারকারা প্রায়ই নানা রকমের ট্রোলিং এর শিকার হন। অভিষেক বচ্চনও ব্যতিক্রম নন (Abhishek Bachchan trolled)। বহুবার নেটদুনিয়ায় কটূক্তি শুনেছেন, ট্রোলড হয়েছেন। বেশ কয়েকবার তাঁকে সেই সমস্ত ট্রোলের জবাব দিতেও দেখা গিয়েছে। কিন্তু মেয়ে আরাধ্যাকে (Aradhya) নিয়ে ট্রোল করলে যে বিষয়টি একেবারেই মেনে নেবেন না তা স্পষ্ট করে দিলেন অভিষেক।
আরাধ্যাকে ট্রোল করলে সহ্য করবেন না অভিষেক! বললেন, 'যা বলার মুখের উপর বলুন'
আরাধ্যাকে ট্রোল করলে সহ্য করবেন না অভিষেক! বললেন, 'যা বলার মুখের উপর বলুন'
advertisement

অভিষেক (Abhishek Bachchan trolled) এর আগেও ট্রোলিং এর জবাব দিয়েছেন। তবে সেটাও ব্যঙ্গের ভাষায়। কিন্তু আরাধ্যাকে নিয়ে খারাপ মন্তব্য যে তিনি সহ্য করবেন না তা বুঝিয়ে দিলেন জুনিয়র বচ্চন। সম্প্রতি তাঁর আসন্ন ছবি 'বব বিশ্বাস'-এর প্রোমোশনের সময়ে অভিষেক জানান তিনি একজন পাবলিক ফিগার। কিন্তু তাঁর মেয়ে (Aradhya) এখনও এসবের বাইরে। তাই তাকে নিয়ে ট্রোল হলে তিনি মোটেই তা সহ্য করবেন না।

advertisement

আরও পড়ুন - 'আমার জীবন নষ্ট করলে কেন কৃতী?' নেটদুনিয়ায় এক ব্যক্তির কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী

অভিষেকের (Abhishek Bachchan) কথায়, "এটা একেবারেই মেনে নেওয়ার মতো নয় এবং আমি সহ্য করব না। আমি একজন পাবলিক ফিগার। ঠিক আছে। কিন্তু আমার মেয়ে এসবের বাইরে। আপনার যদি কিছু বলার থাকে, আসুন আমার মুখের উপর কথাটা বলুন।" এর আগেও অভিষেককে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তিনি সমস্ত ট্রোলিং এর জবাব দেন? উত্তরে অভিষেক বলেছিলেন, "নিজেকে এত গুরুত্ব না দেওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী।"

advertisement

আরও পড়ুন - 'উমা', 'যমুনা'কে পিছনে ফেলে এগিয়ে গেল 'খুকুমণি'! বাংলা সিরিয়ালের টিআরপি যুদ্ধে বাদ গেল কারা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, অভিষেক (Abhishek Bachchan এখন তাঁর আসন্ন ছবি বব বিশ্বাস নিয়ে ব্যস্ত। ২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত ছবি কাহানি-তে এই চরিত্রটি রীতিমতো সাড়া ফেলেছিল। বাঙালি সিরিয়াল কিলার বব বিশ্বাসের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সেই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। সেই বব বিশ্বাসকে নিয়েই ছবি হচ্ছে এবার বলিউডে। বব বিশ্বাসের চরিত্রেই দেখা যাবে অভিষেককে। অভিষেক অভিনয়ে শাশ্বতকে ছাপিয়ে যেতে পারে কি না এখন সেটাই দেখার। অভিষেকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি হল লুডো। এছাড়া তাঁর হাতে এই মুহূর্তে রয়েছে 'দসভি' ও 'SSS-7' এই দুটি ছবি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Bachchan : আরাধ্যাকে ট্রোল করলে সহ্য করবেন না অভিষেক! বললেন, 'যা বলার মুখের উপর বলুন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল