TRENDING:

Death News: 'কার পা ছুঁয়ে আর্শীর্বাদ নেব...!' মেকআপ শিল্পী অশোক সাওয়ান্তকে হারিয়ে শোকে পাথর অভিষেক বচ্চন

Last Updated:

Death News: বিনোদন জগতে ফের বড় ধাক্কা৷ চলে গেলেন মেকআপ শিল্পী অশোক সাওয়ান্ত৷ বলিউড অভিনেতা ২৭ বছর ধরে মেকআপ শিল্পী অশোক সাওয়ান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনোদন জগতে ফের বড় ধাক্কা৷ চলে গেলেন মেকআপ শিল্পী অশোক সাওয়ান্ত৷ বলিউড অভিনেতা ২৭ বছর ধরে মেকআপ শিল্পী অশোক সাওয়ান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। হৃদয় উজাড় করে, ‘গুরু’ অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন নোট লিখেছেন, তার ‘অশোক দাদা’-র সঙ্গে দুটি ছবি-সহ, যাকে তিনি তার পরিবারের একজন সদস্য বলে মনে করতেন। ‘ধুম’ অভিনেতা প্রকাশ করেছেন মেকআপ শিল্পী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।
News18
News18
advertisement

অভিষেক তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘অশোক দাদা এবং আমি ২৭ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে কাজ করছি। আমার প্রথম ছবি থেকেই তিনি আমার মেকআপ করছেন। তিনি কেবল আমার দলেরই ছিলেন না, তিনি আমার পরিবারেরও একজন ছিলেন। তার বড় ভাই দীপক প্রায় ৫০ বছর ধরে আমার বাবার মেকআপ ম্যান’।

আরও পড়ুন-নভেম্বরেই বাম্পার ‘জ্যাকপট’…! বৃহস্পতির উল্টো চালে খুলবে কপাল, আকাশছোঁয়া আয়-উন্নতি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

advertisement

‘গত কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন, তাই সবসময় আমার সঙ্গে সেটে থাকতে পারতে না। কিন্তু যখনই আমি শ্যুটিং করতাম, এমন একটি দিনও ছিল না যে সে আমার খোঁজখবর নিত না। তার সহকারী আমার মেক-আপ কেমন করছে তাও তিনি নিশ্চিত করতেন। সে ছিল সবচেয়ে স্নেহশীল, ভদ্র মানুষ। সবসময় তার মুখে হাসি, উষ্ণ আলিঙ্গন থাকত,’ তিনি আরও যোগ করেন।

advertisement

আরও পড়ুন-নভেম্বরেই ‘লটারি’, গজকেশরী রাজযোগে মিথুন-সহ ৫ রাশির সোনায় সোহাগা, ধন-সম্পদের ফোয়ারা, লাগবে জ্যাকপট

অভিষেক জানান, যে দীর্ঘ স্বাস্থ্যগত লড়াইয়ের পর তিনি গত রাতে মারা গেছেন। তার প্রিয় দলের সদস্যের সঙ্গে কিছু মূল্যবান স্মৃতি স্মরণ করে অভিষেক বলেন, ‘তিনিই প্রথম ব্যক্তি ছিলেন যার পা ছুঁয়ে আমি যখনই কোনও নতুন ছবির প্রথম শট দিতাম তখনই তার আশীর্বাদ নিতাম। এখন থেকে আমাকে আকাশের দিকে তাকিয়ে জানাতে হবে যে আপনি নীচের দিকে তাকিয়ে আমাকে আশীর্বাদ করবেন।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জাইকা প্রকল্পের পাইপলাইনের জলে পাকা ধানে পচন! প্রতিবাদে পথ অবরোধ চাষিদের
আরও দেখুন

অভিষেক বলেন,’ধন্যবাদ দাদা, তোমার ভালবাসা, যত্ন, মর্যাদা, প্রতিভা এবং তোমার হাসির জন্য। কাজে যাওয়ার কথা ভাবলেও হৃদয় বিদারক, আর তুমি আমার সঙ্গে থাকবে না জেনেও। আমি প্রার্থনা করি তুমি শান্তিতে থাকো এবং আবার দেখা হলে আমি আলিঙ্গনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। শান্তিতে থাকো এবং সুখে থাকো অশোক সাওয়ান্ত। সঙ্গে ওম ইমোজি জুড়ে দিয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: 'কার পা ছুঁয়ে আর্শীর্বাদ নেব...!' মেকআপ শিল্পী অশোক সাওয়ান্তকে হারিয়ে শোকে পাথর অভিষেক বচ্চন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল