বিবেক সোনি পরিচালিত ছবিটির গল্পের গতিপথ বাঁধা জামশেদপুর এবং কলকাতার মানচিত্রে। প্রেম আর রোম্যান্সের সঙ্গে পাল্লা দিয়ে উঠে আসে চাপা পুরুষতন্ত্র এবং সাম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়। বাঙালির আজন্ম পরিচিত কলকাতার অলিগলি, টানা রিকশা, হাওড়া ব্রিজ অন্য ছবির মতোই আরও একবার বলিউডি চিত্রনাট্যের চরিত্র।
শ্রীরেণু-মধুর প্রেমের পথে দুর্গম হয় তাদেরই চারিত্রিক বৈপরীত্যে। সরলমতি এক শিক্ষকের পরিবারে মধুর মতো স্বাধীনচেতা নারীর প্রবেশ বকলমে নিষিদ্ধ। একবিংশ শতকে দাঁড়িয়েও প্রাপ্তবয়স্ক মহিলার মদ্যপান, রাজনৈতিক আলোচনা তাদের অস্বস্তির উদ্রেক ঘটায়। তাই মধুর চাওয়া-পাওয়া, যাপনেও যেন অনায়াসেই অদৃশ্য লক্ষণরেখা টানতে চায় শ্রীরেণু। ভালবাসার তাগিদে যদিও তা মেনে নেয় না মধু। পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় সে। তৈরি হয় দূরত্ব।
advertisement
আপ জ্যায়সা কোই ১১ জুলাই প্রিমিয়ার হবে নেটফ্লিক্সে। বহু বছর পর ফের প্রেমের ছবিতে দেখা যাবে মাধবনকে। তাঁর বিপরীতে ফতিমা সানা শেখ। প্রথম বার পর্দায় জুটি বাঁধছেন তাঁরা।