TRENDING:

Aamir Khan’s Daughter Wedding: হাসিমুখে দুই প্রাক্তন, কোথায় আমিরের বর্তমান ‘প্রেমিকা’? ইরার বিয়েতে কেন নেই দঙ্গল গার্ল ফতিমা

Last Updated:

একজনের অনুপস্থিতি চোখে পড়ছে সকলের৷ তিনি আমিরের চর্চিত প্রেমিকা ফতিমা সানা শেখ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা খান৷ দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আমির কন্যা৷ মুম্বাইতে ইরার বিয়েতে উপস্থিত ছিলেন আমিরেরে পুরো পরিবার এবং কাছের বন্ধুবান্ধবরা৷ আমিরের দুই প্রাক্তন স্ত্রীকেই দেখা গেল ইরার বিয়েতে৷ তবে একজনের অনুপস্থিতি চোখে পড়ছে সকলের৷ তিনি আমিরের চর্চিত প্রেমিকা ফতিমা সানা শেখ৷
হাসিমুখে দুই প্রাক্তন, কোথায় আমিরের বর্তমান ‘প্রেমিকা’? ইরার বিয়েতে কেন নেই দঙ্গল গার্ল ফতিমা
হাসিমুখে দুই প্রাক্তন, কোথায় আমিরের বর্তমান ‘প্রেমিকা’? ইরার বিয়েতে কেন নেই দঙ্গল গার্ল ফতিমা
advertisement

‘দঙ্গল’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই ফতিমা সানা শেখের সঙ্গে আমির খানের সম্পর্কের গুজব শোনা গিয়েছিল বলিউডে৷ ‘দঙ্গল’ ছাড়াও ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জনে।

আরও পড়ুন: জয়া কিংবা রেখা নন, এই অভিনেত্রীর প্রাণ বাঁচাতেই আগুনে ঝাঁপিয়ে পড়েন অমিতাভ! জানুন সেই ভয়ঙ্কর ঘটনা

advertisement

তারপর থেকেই দু’জনের সম্পর্ক আরও গাঢ় হয়ে বলেই শোনা যায়৷ ঠিক তারপরেই ১৫ বছরের সম্পর্কে ইতি টানেন আমির খান এবং কিরণ রাও৷ ফলে আমির-ফতিমার সম্পর্ক নিয়ে জল্পনা বাড়তে থাকে৷

আমিরের পরিবারে যেকোনও অনুষ্ঠানেই উপস্থিত থাকতেন ফতিমা৷ এমনকি ইরার এনগেজমেন্টের দিনও ছিলেন তিনি৷ কিন্তু বিয়ের দিন হঠাৎ করেই তাঁর অনুপস্থিতি নজরে এসেছে নেটিজেনের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তা দেখেই অনেকের ধারণা আমির এবং ফতিমার সম্পর্কের হয়তো অবনতি হয়েছে৷ অবশ্য কিছুজনের মত আমির কন্যার উদয়পুরের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফতিমা৷ তবে এ বিষয়ে এখনও কোনওকিছু জানা যায়নি৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan’s Daughter Wedding: হাসিমুখে দুই প্রাক্তন, কোথায় আমিরের বর্তমান ‘প্রেমিকা’? ইরার বিয়েতে কেন নেই দঙ্গল গার্ল ফতিমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল