‘দঙ্গল’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই ফতিমা সানা শেখের সঙ্গে আমির খানের সম্পর্কের গুজব শোনা গিয়েছিল বলিউডে৷ ‘দঙ্গল’ ছাড়াও ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জনে।
আরও পড়ুন: জয়া কিংবা রেখা নন, এই অভিনেত্রীর প্রাণ বাঁচাতেই আগুনে ঝাঁপিয়ে পড়েন অমিতাভ! জানুন সেই ভয়ঙ্কর ঘটনা
advertisement
তারপর থেকেই দু’জনের সম্পর্ক আরও গাঢ় হয়ে বলেই শোনা যায়৷ ঠিক তারপরেই ১৫ বছরের সম্পর্কে ইতি টানেন আমির খান এবং কিরণ রাও৷ ফলে আমির-ফতিমার সম্পর্ক নিয়ে জল্পনা বাড়তে থাকে৷
আমিরের পরিবারে যেকোনও অনুষ্ঠানেই উপস্থিত থাকতেন ফতিমা৷ এমনকি ইরার এনগেজমেন্টের দিনও ছিলেন তিনি৷ কিন্তু বিয়ের দিন হঠাৎ করেই তাঁর অনুপস্থিতি নজরে এসেছে নেটিজেনের৷
তা দেখেই অনেকের ধারণা আমির এবং ফতিমার সম্পর্কের হয়তো অবনতি হয়েছে৷ অবশ্য কিছুজনের মত আমির কন্যার উদয়পুরের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফতিমা৷ তবে এ বিষয়ে এখনও কোনওকিছু জানা যায়নি৷