TRENDING:

Aamir-Sanjeeda Divorce: 'আমির আলির সঙ্গে বিবাহবিচ্ছেদ যেন আশীর্বাদ'! সঞ্জিদা মুখ খুলতেই...! পাল্টা যা করলেন তাঁর প্রাক্তন?

Last Updated:

Aamir-Sanjeeda Divorce: নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। যেখানে একটি সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, “এই আবহাওয়ায় ঠান্ডা থাকা… কিন্তু ভাই গরম তো আছেই!”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক সময় হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেত্রী সঞ্জিদা শেখ এবং অভিনেতা আমির আলি। অথচ সেই জনপ্রিয় জুটির ঘর এক সময় ভেঙে গিয়েছে। সেই প্রসঙ্গেই সম্প্রতি মুখ খুলেছেন সঞ্জিদা। আর তাঁর সেই বক্তব্য ভাইরাল হওয়ার পর থেকে এই প্রথমবার পোস্ট করতে দেখা গেল তাঁর প্রাক্তন স্বামী আমির আলিকে।
 'আমির আলির সঙ্গে বিবাহবিচ্ছেদ যেন আশীর্বাদ'!
'আমির আলির সঙ্গে বিবাহবিচ্ছেদ যেন আশীর্বাদ'!
advertisement

সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি’-তে অভিনয় করে ভক্তদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন দাপুটে অভিনেত্রী সঞ্জিদা। শুধু তা-ই নয়, এই সাফল্যের স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বিচ্ছেদের প্রসঙ্গে বলেছেন যে, আমিরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর্ব কাটিয়ে উঠেছেন। আর এটা তাঁর কাছে আশীর্বাদের মতো।

প্রাক্তন স্ত্রী-র এহেন মন্তব্যের পরেই অবশ্য এক অন্য ভঙ্গিতে দেখা গেল আমির আলিকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। যেখানে একটি সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, “এই আবহাওয়ায় ঠান্ডা থাকা… কিন্তু ভাই গরম তো আছেই!” পরে অবশ্য অভিনেতা জানিয়েছেন যে, দিল্লির একটি ফ্যাশন ইভেন্টে শো-স্টপার হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি।

advertisement

আরও পড়ুন- বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

প্রসঙ্গত ভারতীয় টেলিদুনিয়ার জনপ্রিয় নাম ছিলেন আমির-সঞ্জিদা। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পরে ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। তাঁদের প্রায় ৮ বছরের সংসারজীবনের অবসান ঘটে ২০২০ সালে। অবশেষে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। বর্তমানে কন্যা আয়রা আলির কাস্টডি সঞ্জিদার হাতেই।

advertisement

Hauterrfly-র সঙ্গে আলাপচারিতায় সঞ্জিদা বলেন, “সিঙ্গেল মাদার কী? আমি তো একজন মা… আমি তো প্রত্যেককে বলি যে, একজন মা মা-ই হন। সিঙ্গেল কি সিঙ্গেল নন, সেটা কোনও ব্যাপারই নয়! আমার দায়িত্ব তো আর বদলে যাবে না। একজন মা হিসেবে আমার যা করণীয়, সেটাই আমায় করতে হবে।”

আরও পড়ুন-গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এরপর বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে ‘হিরামান্ডি’ অভিনেত্রী বলেন যে, “আমার সঙ্গে যা হয়েছে, তা নিয়ে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। আমার তখন মনে হত, আমি সবথেকে বিষণ্ণ কিংবা দুঃখে রয়েছি। মনে হত, আমার সঙ্গে এটা কী হচ্ছে? আর আমার জীবনে এ কী-ই বা হচ্ছে? কিন্তু সেই সমস্ত কিছু কাটিয়ে ওঠার জন্য এবং নতুন ভাবে নিজেকে পেয়ে আনন্দিত হয়ে আমি সত্যিই আশীর্বাদধন্য।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir-Sanjeeda Divorce: 'আমির আলির সঙ্গে বিবাহবিচ্ছেদ যেন আশীর্বাদ'! সঞ্জিদা মুখ খুলতেই...! পাল্টা যা করলেন তাঁর প্রাক্তন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল