সেই নামকেই কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসা শুরু হয়েছে। এর আগেই 'উচ্ছেবাবু' মোমো, 'উচ্ছেবাবু' ট্যাক্সি, 'উচ্ছেবাবু' ফুচকা, রোল ইত্যাদির কথা শোনা গিয়েছিল। এক হেলদি কিচেন কম্পিটিশনে 'উচ্ছেবাবু' সন্দেশ বানিয়েছিল, তার পর থেকেই এই ট্রেন্ড শুরু হয়েছে।
আরও পড়ুন: ঘুমের মধ্য়ে স্ট্রোক! অবশ বাঁদিক, তারই মধ্যে মেগার শ্যুট! ভয়াবহ বিপদ প্রিয়াঙ্কার
advertisement
গন্ধরাজ লেবু দিয়ে বানানো হয় এই চাউমিন। সবুজ রঙের চাউমিনের পাশে গন্ধরাজ লেবু রেখে দেওয়া হয়। কোথায় পাওয়া যায় এই বিশেষ চাউমিন? কলকতা শহরের সল্টলেকের ১১৫ দত্তাবাদ রোডের একটি দোকানে পরিবেশন করা হচ্ছে এই 'উচ্ছেবাবু চাউমিন'।
বছর পেরিয়ে গিয়েছে এই ধারাবাহিকের। তাতেও জনপ্রিয়তা কম পড়েনি। বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকাও ওঠানামা থাকলেও মাঝে মধ্যেই শীর্ষ পদে গিয়ে বসে মোদক পরিবার।
আরও পড়ুন: সুইজারল্যান্ডে ইউভানের জন্মদিন, ক্যামেরাবন্দি দিনভর সেলিব্রেশনের নানা মুহূর্ত, দেখুন
সম্প্রতি গল্পে নতুন মোড় এসেছে। প্রমিলা লাহা এখন মনোহরা বাড়িতে দখল বসিয়েছে। নতুন করে অনলাইনে ব্যবসা শুরু করেছে সিদ্ধার্থ আর মিঠাই। ়ডেলিভারি করে নিজেরাই। ভাড়া বাড়িতে নতুন সংসার পেতেছে মোদক পরিবার। অভাব অনটনের মাঝেও আছে আনন্দে।